প্রথম ফুটবলার হিসেবে এই পুরস্কার জেতেন সালাহ

লিভারপুলের সাফল্যময় মৌসুমে বড় অবদান রেখে নতুন ইতিহাস গড়লেন মোহামেদ সালাহ। প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে তৃতীয়বার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলেন মিশরের ফরোয়ার্ড। পিএফএ অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে সালাহর হাতে তুলে দেওয়া হয় এ পুরস্কার। এর আগে ২০১৮ ও ২০২২ সালে একই স্বীকৃতি পান তিনি। ফলে প্রথম খেলোয়াড় হিসেবে তিনবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার কৃতিত্ব অর্জন করলেন লিভারপুলের এই তারকা।

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেন সালাহ। লিভারপুলকে শিরোপা জেতাতে ২৯ গোলের পাশাপাশি করেন ১৮টি অ্যাসিস্ট। সেই সুবাদে তিনি এরই মধ্যে প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার ও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন।

এবার পিএফএ পুরস্কারের দৌড়ে সালাহ পেছনে ফেলেছেন সতীর্থ অ্যালেক্সিস ম্যাক-আলিস্তার, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস, নিউক্যাসলের অ্যালেক্স আইজ্যাক, চেলসির কোল পালমার ও আর্সেনালের ডেক্লান রাইসকে।

তৃতীয়বার বর্ষসেরা জেতার পর অনুভূতি জানাতে গিয়ে সালাহ বলেন, “অবশ্যই শৈশব থেকেই ফুটবলার হতে চেয়েছিলাম। পরিবারের জন্য কিছু করতে চেয়েছিলাম। তবে মিশরে থাকতে এত বড় কিছু কল্পনা করা যায় না। বয়স বাড়ার সঙ্গে স্বপ্নও বড় হয়।”

এদিনই তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গ্যান রজার্স। আর ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে অবদানের স্বীকৃতি হিসেবে মেরিট পুরস্কার পেয়েছেন সাবেক কোচ গ্যারেথ সাউথগেট।

মেয়েদের ফুটবলে বর্ষসেরা হয়েছেন আর্সেনালের মিডফিল্ডার মারিওনা কালদেন্তে। তরুণ ফুটবলার হিসেবে পুরস্কার জিতেছেন তাঁরই সতীর্থ অলিভিয়া স্মিথ।