
জম্মুতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিপাকে পড়লেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অনুষ্ঠানস্থলে পৌঁছনোর আগেই রাস্তা থেকে আটক করা হয়েছে তার গাড়ি।
জম্মু ট্র্যাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, আইন সবার জন্য সমান। অক্ষয়ের গাড়ির কাচ কালো করা ছিল, যা ট্র্যাফিক আইনে অনুমোদিত নয়। বাইরে থেকে ভেতর দেখা না যাওয়ার মতো কাচ ব্যবহার আইনবিরোধী হওয়ায় গাড়িটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
জানা গেছে, চণ্ডীগড়ের ওই এসইউভি গাড়িটি জম্মুর ডোগরা চকে ট্রাফিক পুলিশের এএসআই আটক করেন। কারণ সেখানকার আইন অনুযায়ী রাজ্যে এমন কাচ বা গাড়ির কোনও অবৈধ পরিবর্তন নিষিদ্ধ—তারকা হলেও নিয়ম সবার জন্য একই।
এএসআই স্পষ্ট জানিয়েছেন, “জম্মুতে গাড়িতে কালো কাচ লাগানোর অনুমতি নেই, তাই গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।”
ট্র্যাফিক কর্তৃপক্ষের নির্দেশে গাড়ি থেকে কালো কাচ অপসারণ করতে হবে। পাশাপাশি অক্ষয়কে জরিমানা গুনতে হতে পারে বলেও সূত্রে জানা গেছে।
তবে এই ঘটনায় অভিনেতার কাজের কোনো বিঘ্ন ঘটেনি। তিনি পুলিশের নির্দেশ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।