
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
সড়ক–রেলের প্রকল্প থেকে সাশ্রয়, পরিবহন খাত এখনো বিশৃঙ্খল
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সড়ক ও রেল খাতে প্রকল্প ব্যয় কমানোর ওপর বেশি জোর দিয়েছে। এরই মধ্যে চলমান ও প্রায় সমাপ্ত বেশ কিছু প্রকল্পে ব্যয় কমানো হয়েছে। এ ছাড়া ‘অপ্রয়োজনীয়’ প্রকল্প বাদ দেওয়ার পাশাপাশি নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে রক্ষণশীল মনোভাব দেখা গেছে।
কালের কণ্ঠ
১১ গডফাদারের নিয়ন্ত্রণে জেনেভা ক্যাম্প
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শীর্ষ ১১ গডফাদারের নিয়ন্ত্রণে আবার রমরমা হয়ে উঠেছে মাদক ব্যবসা। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বারবার জোরালো অভিযানেও নিয়ন্ত্রণ হচ্ছে না মাদকের লেনদেন। আধিপত্য ধরে রাখতে এসব গডফাদারের সহযোগীরা বিপুল অস্ত্রের মজুদ করেছে। প্রায়ই বেধে যাচ্ছে সংঘর্ষ।
বণিক বার্তা
যুক্তরাষ্ট্রের কোম্পানির কাছ থেকে চীনে তৈরি জাহাজ কিনবে সরকার
প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির কাছ থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার। জাহাজগুলো কেনা হচ্ছে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য। সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গতকাল তা অনুমোদনও দিয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হলেও জাহাজ দুটি নির্মাণ করা হচ্ছে চীনে। সেখান থেকেই পাঠানো হবে বাংলাদেশে।
যুগান্তর
শিক্ষিত বেকার বাড়ার হার উদ্বেগজনক
দেশে শিক্ষিত বেকারের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ১০ বছরে দেশে উচ্চশিক্ষিত বেকার বেড়েছে সাড়ে ২৪ শতাংশ। প্রতিবছর উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কয়েক লাখ ছাত্রছাত্রী পাশ করে বের হচ্ছেন। কিন্তু সে তুলনায় তাদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। যদিও এই মুহূর্তে সরকারি প্রতিষ্ঠানে সাড়ে চার লাখের বেশি পদ শূন্য রয়েছে। কিন্তু এসব পদ পূরণে তেমন কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। আর বতর্মানে শ্রমবাজারে ২৬-২৮ লাখ কর্মক্ষম বেকার রয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এসব তথ্য।
যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার
সরকার যুক্তরাষ্ট্র থেকে ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি ক্ষমতাসম্পন্ন দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনতে যাচ্ছে। হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে জাহাজ দুটি কিনতে ব্যয় হবে ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।
বণিক বার্তা
সাড়ে ৬৩ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা রফতানির লক্ষ্য প্রবৃদ্ধির আশা ১৬.৫%
সদ্যবিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ৫০ বিলিয়ন ডলারের পণ্য রফতানির লক্ষ্য নির্ধারণ করেছিল বাংলাদেশ। বিপরীতে রফতানি হয়েছে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন ডলারের। যা লক্ষ্যমাত্রার ৯৬ দশমিক ৫৬ শতাংশ। আবার ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি। চলমান ২০২৫-২৬ অর্থবছর শেষে ৫৫ বিলিয়ন ডলারের পণ্য রফতানির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, এক্ষেত্রে প্রবৃদ্ধির প্রাক্কলন ১৩ দশমিক ৪০ শতাংশ। এর সঙ্গে সাড়ে ৮ বিলিয়ন ডলারের সেবা রফতানির মাধ্যমে মোট রফতানির লক্ষ্য নির্ধারণ হয়েছে সাড়ে ৬৩ বিলিয়ন ডলার। প্রবৃদ্ধির আশা করা হচ্ছে ১৬ দশমিক ৫ শতাংশ। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
কালের কণ্ঠ
‘আনস্মার্ট’ মিটারে ‘স্মার্ট’ দুর্নীতি!
গ্রাহককে ‘স্মার্ট’ মিটার দেওয়ার কথা বলে আসলে ‘আনস্মার্ট’ মিটার আর ‘স্মার্ট’ দুর্নীতির মহোৎসবের উদাহরণ তৈরি করা হয়েছে। স্মার্ট বিদ্যুৎ সেবা দেওয়ার প্রতিশ্রুতি ছিল মুখে মুখে। বাস্তবে গুদামে জমেছে লাখ লাখ মিটার, আর ফাইলপত্রে মিলছে না শত শত কোটি টাকার হদিস। ২০২১ সালে অনুমোদন পাওয়া ৭৪৮ কোটি টাকার ‘স্মার্ট প্রি-পেইড মিটারিং’ প্রকল্পটি ছিল ডিজিটাল ব্যবস্থাপনার অন্যতম বড় উদ্যোগ।
যুগান্তর
১০ বছরে ২৩শ কোটি টাকার নজরদারি সরঞ্জাম ক্রয়
বাংলাদেশ ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ১৬০টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও মোতায়েন করেছে। এর জন্য প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৮০ কোটি টাকা) ব্যয় করতে হয়েছে ঢাকাকে। আর এসব প্রযুক্তির অধিকাংশই আনা হয়েছে অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায়। এর মধ্যে ৫২৭ কোটি টাকার (৪৩.৯ মিলিয়ন মার্কিন ডলার) পণ্য কেনা হয় ইসরাইলি উৎস থেকে।
কালের কণ্ঠ
বন্ধ ৩৫৩ কারখানা, লক্ষাধিক বেকার
গত এক বছরে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ৩৫৩টি কারখানা বন্ধ করা হয়েছে। তাতে এক লাখ ১৯ হাজার ৮৪২ শ্রমিক বেকার হয়েছেন। তাঁদের অনেকে চাকরির জন্য ছুটতে ছুটতে শেষ পর্যন্ত হতাশ হয়ে গ্রামে ফিরেছেন। বন্ধ কারখানার বেশির ভাগই তৈরি পোশাক, নিটওয়্যার ও টেক্সটাইলশিল্পের।
কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, শিল্প পুলিশসহ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সমকাল
বিএনপির সায়, জামায়াতের প্রশ্ন, ছোট দলে মিশ্র মত
নিজ দলের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে এমন নিয়ম প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। বিএনপি জানিয়েছে, এতে তাদের আপত্তি নেই। তবে জামায়াতে ইসলামী বলেছে, আরপিও সংশোধনের আগে এ বিষয়ে রাজনৈতিক দলের মতামত নেওয়া উচিত ছিল ইসির।
আবার যেসব ছোট দলে পরিচিত নেতৃত্ব বা মুখ রয়েছে, তারা নিজ দলের প্রতীকে ভরসা রাখলেও অন্য ছোট দলগুলো আগের মতো বড় দলের প্রতীক নিয়ে নির্বাচনের সুযোগ অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছে।
কালের কণ্ঠ
উপদেষ্টার আপত্তি এড়িয়ে ৫০৬ কোটি টাকার ফিল্ম সিটি প্রকল্প!
দেশ অর্থনৈতিক সংকটে থাকলেও বিলাসবহুল প্রকল্প একনেকে অনুমোদনের জন্য উঠছে। ‘বাংলাদেশ ফিল্ম সিটি (পর্যায়-২)’ নামের ৫০৬ কোটি টাকার একটি প্রকল্প আগামী রবিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদনের জন্য তোলা হচ্ছে।
পরিকল্পনা উপদেষ্টা শুরুতে প্রকল্পটি ছোট পরিসরে বাস্তবায়নের পরামর্শ দিলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় তা আমলে নেয়নি। এমনকি শেখ হাসিনার সরকারের মেয়াদকালে প্রকল্পটি পরিকল্পনা কমিশনে তোলা হলেও অনুমোদন পায়নি।
সমকাল
সরকারিভাবে দেশেই তৈরি হচ্ছে শিরায় দেওয়া স্যালাইন
সরকারের একমাত্র ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগ্স কোম্পানি লিমিটেড (ইডিসিএল) শিরায় দেওয়া স্যালাইন উৎপাদনে যাচ্ছে। এরই মধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। সব ঠিক থাকলে এ মাসের শেষ দিকে ইডিসিএলের গোপালগঞ্জ কারখানায় পুরোদমে উৎপাদন শুরু হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর ভরা মৌসুমে সারাদেশে প্রায় ১০ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এ সময় শিরায় দেওয়া স্যালাইনের চাহিদা বেড়ে যায়। জুন থেকে নভেম্বর পর্যন্ত প্রতি মাসে ৭ লাখ ৫০ হাজার থেকে ৮ লাখ ব্যাগ স্যালাইনের প্রয়োজন হয়। এর মধ্যে সাধারণ স্যালাইন ৫ লাখ এবং গ্লুকোজ স্যালাইন ৩ লাখ ব্যাগ।
কালবেলা
সমঝোতার দরপত্রে গচ্চা ৩২৩ কোটি টাকা
নতুন বছরের প্রথম দিনে লাখ লাখ খুদে শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়ার সরকারি প্রশংসিত উদ্যোগটি অতিমুনাফালোভী একটি সিন্ডিকেটের কবলে পড়েছে। বিগত কয়েক বছর বিনামূল্যের বিপুলসংখ্যক এ বই ছাপার কাজটি নিয়ন্ত্রণ করতেন সাবেক শিক্ষামন্ত্রীর আস্থাভাজন প্রেস মালিকরা। এমনকি গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর দেশের পরিবর্তিত প্রেক্ষাপটেও একজন সাবেক মন্ত্রীর ভাইয়ের নেতৃত্বে ওই সিন্ডিকেটের দৌরাত্ম্য উল্টো আরও শক্তিশালী হয়েছে। দরপত্র প্রক্রিয়ায় কারসাজির মাধ্যমে সিন্ডিকেটটি এ বছর সরকারের জন্য পাঠ্যবই ছাপানোর খরচ গত বছরের চেয়ে ৩২৩ কোটি টাকা বাড়িয়ে দিয়েছে। চলতি বছর শুধু প্রেস মালিকদের মধ্যে সমঝোতার কারণে বিপুল অঙ্কের বাড়তি এ খরচ হচ্ছে, অথচ ২০২১-২৩ সালে পাঠ্যবই ছাপানোয় সরকারের সাশ্রয় হয় ৫০০ কোটি টাকা। পাঠ্যবই ছাপানোর এ দরপত্র প্রক্রিয়ায় বড় কয়েকটি প্রেস নিজেদের মধ্যে সমঝোতা, ছোট ও মাঝারি প্রেসকে হুমকি দিয়ে বেশি দর দিতে বাধ্য করা এবং ই-জিপিতে দরপত্র দেওয়ার পাসওয়ার্ড নিয়ন্ত্রণের মতো গুরুতর অভিযোগ উঠেছে।
আজকের পত্রিকা
অর্থনীতির গতি ফিরেছে, ঝুঁকি কাটেনি
সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশের অর্থনীতি পুনরুদ্ধারের কিছু প্রাথমিক চিহ্ন দেখা গেলেও কাঠামোগত সমস্যা এখনো অর্থনীতির গতিকে বাধাগ্রস্ত করছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) ত্রৈমাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
টিবিএস
বিশ্ববাজারে চালের দাম ৮ বছরে সর্বনিম্ন, তবু দেশে চালের দাম বাড়ছে কেন
বিশ্ববাজারে চালের দাম গত ৮ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অথচ বাম্পার ফলন, উচ্চ আমদানি ও সরকারি গুদামে পর্যাপ্ত চাল মজুত থাকার পরও—বাংলাদেশে তা ক্রমেই বাড়ছে। ফলে দেশের প্রধান খাদ্যশস্যের খুচরা পর্যায়ে রেকর্ড চড়া দাম, সম্ভবত সবচেয়ে দীর্ঘসময় ধরে বিদ্যমান। আর এর সঠিক কারণ কারও জানা নেই।