দখল, ভাঙন, উন্নয়নে মুছে যাচ্ছে রাখাইন জনপদ

রাখাইনদের ঘরগুলো হয় টংয়ের মত। সেই ঘরে বিশ্রাম করছেন এক প্রৌঢ় রাখাইন নারী। একের পর এক পাড়া বিলীন হওয়ায় এমন দৃশ্য আর খুব একটা দেখা যায় না পটুয়াখালীতে।