পিএসসি কার্যালয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ ভাইভা।
চিকিৎসক নিয়োগের ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আরও ২ হাজার ৭৯২ প্রার্থীর ভাইভা ২৪ অগাস্ট থেকে শুরু হবে।
সোমবার তাদের মৌখিক পরীক্ষা শুরুর এ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সহকারী সার্জন পদের এসব প্রার্থীর ভাইভা পিএসসি কার্যালয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিশেষ এ বিসিএসের মৌখিক পরীক্ষা গত ৬ অগাস্ট শুরু হয়।
সূচি দেখুন এখানে
তিন হাজার চিকিৎসক নিয়োগের বিশেষ এ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন প্রার্থী।
তাদের মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জনকে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
গত ২০ জুলাই এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত ২৯ মে। তিন হাজার চিকিৎসকের মধ্যে সহকারী সার্জন পদে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।