“২০-২৫ জনের একটি দল অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে,” বলেন এক নিরাপত্তা কর্মী
Published : 07 Aug 2025, 01:52 PM
রাজশাহীর মোহনপুরে একটি হিমাগারের নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল লুটে নিয়ে যাওয়ার অভিযোগ এসেছে।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বাকশিমইল ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামে ‘দেশ কোল্ড স্টোরেজে’ এ ঘটনা ঘটে বলে মোহনপুর থানার ওসি আতাউর রহমান বলেন।
নিরাপত্তা কর্মীর বরাত দিয়ে তিনি বলেন, ২০-২৫ জনের একটি দল অস্ত্রের মুখে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে। এরপর তারা ভেতরে প্রবেশ করে বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেয়। ভোর ৪টা পর্যন্ত মহাসড়কের পাশের ওই হিমাগারে ডাকাতি হয়। ডাকারতরা দুটি ট্রাকে করে মালামাল নিয়ে যায়।

হিমাগারটির নিরাপত্তা কর্মী তাহের আলী বলেন, “আমরা ঘুমিয়ে ছিলাম। তারা গিয়ে আকাশ নামের এক ব্যক্তিকে ডাকে। আমি উঠে বলি, এ নামে এখানে কেউ থাকে না। এরপর তারা মাথায় অস্ত্র ঠেকিয়ে আমার হাত-পা ও চোখ-মুখ বেঁধে ফেলে। পরে তারা ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়।”
হিমাগারের ব্যবস্থাপক আকবর আলী বলেন, “ডাকাতরা তিনটি জেনারেটর, তিনটি ইউপিএস, বিদ্যুৎ ট্রান্সফরমারের ৩৫ ফুট সংযোগ তার, ৩৬টি তামার বার, পাঁটটি সাবমারসিবল পাম্প, তিনটি ব্যাটারি, এসিসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল খুলে নিয়ে গেছে। এছাড়াও অফিসকক্ষ থেকে ১ লাখ ৮০ হাজার নগদ অর্থ লুট করে। তারা পুরো অফিস তছনছ করেছে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে ওসি আতাউর রহমান বলেন, “এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ডাকাতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।”