চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট মো. সাইফুদ্দিন আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
আট মাস শূন্য থাকার পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশনার পদে চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট মো. সাইফুদ্দিনকে দায়িত্ব দিয়েছে সরকার।
সাইফুদ্দিন বৃহস্পতিবার কমিশনার হিসেবে কাজে যোগ দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং অন্যান্য কমিশনাররা এ সময় নতুন কমিশনারকে অভ্যর্থনা জানান।
গত বছরের মে মাসে চার বছরের জন্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিল এটিএম তারিকুজ্জামান। তিনি এর আগে বিএসইসির নির্বাহী পরিচালক পদ থেকে পদত্যাগ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ব্যবস্থাপনা পরিচালক হয়েছিলেন। গতবছর অগাস্টে সরকার পতনের পরের মাসে তারিকুজ্জামানের সঙ্গে চুক্তি বাতিল করে সরকার।
তারপর থেকে আট মাস শূন্য ছিল বিএসইসির কমিশনার পদটি। আইন অনুযায়ী একজন চেয়ারম্যান এবং চারজন কমিশনার নিয়ে কমিশন গঠিত হবে।
বিএসইসি জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মো. সাইফুদ্দিনকে ৪ বছরের জন্য বিএসইসির কমিশনার করেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা সাইফুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ করেছেন। পুঁজিবাজারের বিভিন্ন ব্রোকারেজ হাউজে তিনি চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) হিসেবে কাজ করেছেন।
২০০১ সালে আইডিএলসি ফাইন্যান্সে কর্মজীবন শুরু করা সাইফুদ্দিন ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটির সহযোগী কোম্পানি আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।