দুজনের পজিশন যদিও ভিন্ন, তবু সৃষ্টিশীলতা দিয়ে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের শূন্যতা পুষিয়ে দিতে পারবেন ফ্লোহিয়ান ভিয়েৎস, বিশ্বাস লিভারপুল কোচের।
Published : 05 Aug 2025, 01:46 PM
দুজনের পজিশন পুরোপুরি ভিন্ন। খেলার ধরনেও মিল খুব বেশি নেই। তারপরও ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে ফ্লোহিয়ান ভিয়েৎসের দারুণ মিল দেখছেন আর্না স্লট। বুদ্ধিদীপ্ত ক্রস আর সৃষ্টিশীলতায় দুজনকে একই কাতারে দেখছেন লিভারপুল কোচ। তার আশা, অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ক্লাব ছেড়ে যাওয়ায় এই শূন্যতা পূরণ করবেন ভিয়েৎস।
লিভারপুলের সঙ্গে ২০ বছরের সম্পর্ক চুকিয়ে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড যোগ দিয়েছেন ইউরোপের সফলতম ক্লাব রেয়াল মাদ্রিদে। সব মিলিয়ে এবার ছয়জন ফুটবলার ছেড়ে গেছেন ক্লাব। তবে দলবদলে এবার দারুণ সক্রিয় ছিল লিভারপুলও। নিজেদের পরিমিত ঘরানা থেকে বেরিয়ে এবার দেদার অর্থ খরচ করেছে তারা।
নতুন ফুটবলার দলে আনায় তারা খরচ করে ফেলেছে ৩০ কোটি পাউন্ডের মতো। লিভারপুলের জন্য যা বেশ বিরল। সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য নাম এই ভিয়েৎস। বায়ার লেভারকুজেনে দুর্দান্ত খেলা জার্মান মিডফিল্ডারকে ১০ কোটি পাউন্ডে দলে নিয়েছে তারা। নানা বোনাস মিলিয়ে খরচ ধারণা করা হচ্ছে আরও ১ কোটি ৬০ লাখ পাউন্ড।
লিভারপুলের ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার এখন ভিয়েৎস। তার কাছে ক্লাবের ও কোচের প্রত্যাশাও প্রবল। প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে আথলেতিক বিলবাওয়ের সঙ্গে ম্যাচের পর লিভারপুল কোচ জানিরে রাখলেন ২২ বছর বয়সী মিডফিল্ডারের কাছে তার একটি প্রত্যাশার কথা।
“আমার মনে হয়, উন্নতির সুযোগ সবসময়ই আছে সব বিভাগে। বাড়তি কিছু অস্ত্রও আমরা যোগ করেছি দলে। মাঠের তৃতীয় অর্ধে ফ্লোহিয়ানের সৃষ্টিশীলতা দারুণ এবং মাঠের পেছনের দিক থেকে উঠে আসা ট্রেন্টের সৃষ্টিশীলতা আমরা হারিয়েছি এবার।”
“ট্রেন্টের ক্রসগুলো এবং আক্রমণে ছুটতে থাকা সতীর্থকে খুঁজে নেওয়ার দক্ষতা এতটা স্পেশাল ছিল… ফ্লোহিয়ানেরও একই গুণ আছে, যদিও পুরোপুরি ভিন্ন পজিশনে। তবে একই সৃষ্টিশীলতা বয়ে আনে সে।”
বিলবাওয়ের বিপক্ষে এই ম্যাচেই সেই সৃষ্টিশীলতা দেখিয়েছেন ভিয়েৎস, দারুণ কিছু পাস দিয়েছেন। অ্যানফিল্ডের দর্শকেরা প্রথমবার আভাস পেয়েছেন, এই তরুণের কাছ থেকে কী পাওয়া যেতে পারে। গোলের দেখা অবশ্য পাননি তিনি।
লিভারপুলের ৩-২ গোলের জয়ে দুটি গোল করেছেন কোডি হাকপো। একটি আত্মঘাতী গোলও করেছেন এই ডার্চ ফরোয়ার্ড। একটি গোল করেছেন মোহামেদ সালাহ। পরে একটি পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হন ক্লাবের সবচেয়ে বড় তারকা।