যেসব ভিডিওতে ইউটিউব বয়সসীমা আরোপ করবে তা ১৮ বছরের নিচে থাকা কোনো ব্যবহারকারী দেখতে পারবে না, যারা গুগল অ্যাকাউন্টে লগইন করেনি তারাও না।
সংগৃহিত
নভেম্বর থেকে সহিংসতা বা জুয়া-সম্পর্কিত গেইম দেখানো ভিডিওর ওপর আরও কড়া নজরদারি চালাবে ইউটিউব এবং এসব কনটেন্টের ওপর কঠোর নিয়ম চালু করতে যাচ্ছে প্লাটফর্মটি।
নতুন নীতিমালার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে, যেসব গেইমিং ভিডিওতে বাস্তব মানুষের মতো চরিত্রদের নিয়ে নির্যাতন বা নিরীহ মানুষদের ওপর ব্যাপক সহিংসতা দেখানো হয়, ইউটিউব সেসব ভিডিও এখন থেকে বয়সসীমার আওতায় আনবে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
স্ট্রিমিং প্ল্যাটফর্মটি বলেছে, কোনো ভিডিও পর্যালোচনার সময় তারা সেইসব ভিডিওতে সহিংস বা সংবেদনশীল দৃশ্য কতক্ষণ ধরে ও কতটা স্পষ্টভাবে দেখানো হয়েছে সে বিষয়টিও বিবেচনায় নেবে। কোনো ভিডিও যদি ‘কম্পাইলেশন’ বা সংকলন হয় তবে সেখানে ইউটিউব নিজেদের নীতিমালা অনুযায়ী ‘গ্রাফিক’ হিসেবে গণ্য বিভিন্ন দৃশ্যের মোট সময় হিসাব করবে।
যেসব ভিডিওতে ইউটিউব বয়সসীমা আরোপ করবে সেগুলো ১৮ বছরের নিচের কোনো ব্যবহারকারী দেখতে পারবে না, এমনকি যারা গুগল অ্যাকাউন্টে লগইন করেনি তারাও এসব ভিডিও দেখতে পারবেন না।
তবে ইউটিউব সুনির্দিষ্টভাবে বলেনি ঠিক কতক্ষণ সহিংস দৃশ্য দেখালে ভিডিওতে সীমাবদ্ধতা আরোপ করবে তারা।
এ বিষয়ে কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, “সহিংস দৃশ্যটি যদি দীর্ঘস্থায়ী হয় বা খুব কাছ থেকে দেখানো হয় তবে তা বয়সসীমার আওতায় পড়তে পারে।” তবে ভিডিও নির্মাতারা চাইলে সহিংস বিভিন্ন দৃশ্য ব্লার বা অস্পষ্ট করে দিয়ে এই নিষেধাজ্ঞা এড়াতে পারবেন।
পাশাপাশি অনলাইন জুয়া সম্পর্কিত কনটেন্টের ক্ষেত্রেও আরও কঠোর নিয়ম চালু করছে ইউটিউব। বর্তমানে প্লাটফর্মটিতে এমন ধরনের ভিডিও নিষিদ্ধ, যেগুলো দর্শকদের জুয়া খেলার ওয়েবসাইট বা অ্যাপে নিয়ে যায়, বিশেষ করে যা গুগল অনুমোদিত নয়।
তবে আগামী ১৭ নভেম্বর থেকে ইউটিউব আরও এক ধাপ এগিয়ে এমন অনলাইন জুয়া সম্পর্কিত ভিডিও’ও নিষিদ্ধ করবে, যেখানে বাস্তব অর্থমূল্যের বিভিন্ন জিনিসপত্র ব্যবহৃত হয়। যেমন– ডিজিটাল পণ্য এনএফটি বা গেইম স্কিন।
এ ছাড়া, ক্যাসিনো-ধরনের অনলাইন গেইম দেখায় এমন কনটেন্টেও বয়সসীমা আরোপ করবে ইউটিউব। সেই গেইমে বাস্তব অর্থের কোনো লেনদেন না থাকলেও বয়সসীমা আরোপ করবে মার্কিন সার্চ জায়ান্ট গুগলের মালিকানাধীন কোম্পানিটি।
পুরানো বিভিন্ন ভিডিও নতুন নিয়ম অনুযায়ী পর্যালোচনা করবে ইউটিউব। কোনো ভিডিও এসব নিয়ম ভঙ্গ করলে ইউটিউব সেটি মুছে ফেলতে বা বয়সসীমার আওতায় নিয়ে যেতে পারে।
তবে যেসব ভিডিও ১৭ নভেম্বরের আগে আপলোড হয়েছে সেগুলোর জন্য কনটেন্ট নির্মাতাদের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দেবে না প্ল্যাটফর্মটি।
নির্মাতা চাইলে ১৭ নভেম্বরের আগে নিজেদের বিভিন্ন ভিডিও ইউটিউবের ‘ট্রিম’ বা কেটে ফেলা ও ‘ব্লার’ বা অস্পষ্ট করা টুল ব্যবহার করে এডিট করতে পারবেন, যাতে সেগুলো প্লাটফর্মটির নতুন নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।
