আক্রমণভাগের এক তারকা ফিরলেন শুরুর একাদশে, আরেকজন পেলেন নতুন চোট।
সংগৃহিত
চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সব পারফরম্যান্সে এগিয়ে চলা পিএসজি ঘরোয়া লিগে বারবার হোঁচট খাচ্ছে। সবশেষ লিগ টেবিলের নিচের দিকের দল লরিয়ঁর বিপক্ষে পয়েন্ট হারিয়েছে শিরোপাধারীরা। হতাশার এই ম্যাচে আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় দিজিরে দুয়েকেও হারানোর ধাক্কাও খেয়েছে দলটি।
লিগ আঁয় বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-১ ড্র করেছে পিএসজি। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
৪৯তম মিনিটে নুনো মেন্দেসের গোলে এগিয়ে যাওয়ার দুই মিনিটের মধ্যে গোল হজম করে পিএসজি। ইগর সিলভার গোলে পয়েন্ট পায় লরিয়ঁ।
এর কিছুক্ষণ পর পায়ে চোট পাওয়ায়, ৬১তম মিনিটে স্ট্রেচারে মাঠ ছাড়তে বাধ্য হন ফরাসি ফরোয়ার্ড দুয়ে।
তার চোট কতটা গুরুতর, জানেন না পিএসজি কোচ লুইস এনরিকে।
“চোটটা বেশ অদ্ভূত ধরনের। তার অবস্থা কী, এখনও আমি জানি না। আশা করি, গুরুতর কিছু নয়। আমাদের অপেক্ষা করতে হবে, দেখা যাক।”
চলতি মৌসুমে আগেও একবার চোট পেয়েছেন দুয়ে। পায়ের পেশির চোটে কয়েক সপ্তাহ বাইরে থাকতে হয়েছিল তাকে। তার ক্লাব ও জাতীয় দল সতীর্থ উসমান দেম্বেলেও হ্যামস্ট্রিং চোটে পড়ে কয়েক সপ্তাহ বাইরে ছিলেন।
ব্যালন দ’র জয়ী দেম্বেলে পুরোপুরি ফিট হয়ে এই ম্যাচ দিয়েই শুরুর একাদশে ফিরেছেন। যদিও ম্যাচটা সুখকর হলো না তার ও তার দলের জন্য।
শিরোপা ধরে রাখার অভিযানে এবারও মৌসুমের শুরুটা ভালোই করেছিল পিএসজি, জিতেছিল প্রথম চার রাউন্ডেই। এরপরই হয় ছন্দপতন, হেরে যায় মার্সেইয়ের বিপক্ষে। লিগে ওই পরাজয়ের পরের পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জিততে পেরেছে পিএসজি, ড্র বাকি তিনটি।
অবশ্য লরিয়ঁর বিপক্ষে পিএসজি জিততে না পারলেও, আরেক ম্যাচে মার্সেইও পয়েন্ট হারানোয় শীর্ষস্থানে পরিবর্তন আসেনি।
১০ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। নতেঁকে ৫-৩ গোলে হারিয়ে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে মোনাকো।
অজিঁর সঙ্গে ২-২ ড্র করে তৃতীয় স্থানে নেমে গেছে মার্সেই, তাদের পয়েন্ট ১৯।
