পেশায় স্ট্যাম্প ভেন্ডার ইব্রাহিম শেখ ঢাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। দিন পনেরো আগে তিনি তার পৈত্রিক বাড়িতে বেড়াতে এসেছেন।
সংগৃহিত
বাগেরহাটে এক পায়ে দড়ি বাঁধা এক ব্যক্তিকে সেতুর পিলারের ভিত্তির উপর থেকে উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার সকালে বাগেরহাট শহর সংলগ্ন ভৈরব নদের মুণিগঞ্জ সেতুর নিচ থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহমুদ-উল-হাসান।
নিহত ইব্রাহিম শেখ (৬২) বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের নোনাডাঙা গ্রামের প্রয়াত শেখ বাবর আলীর ছেলে।
পেশায় স্ট্যাম্প ভেন্ডার ইব্রাহিম শেখ ঢাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। দিন পনেরো আগে তিনি তার পৈত্রিক বাড়িতে বেড়াতে এসেছেন।
ওসি মাহমুদ-উল-হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে স্থানীয়রা মুণিগঞ্জ সেতুর নিচে পিলারের কংক্রিটের ভিত্তির ওপর এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় তিনি পুলিশ সদস্যদের কাছে তার নাম পরিচয় দেন। কিন্তু তাকে কারা-কখন তাকে এখানে নিয়ে এসেছে তা জানতে চাইলে তিনি তা পরে জানাবেন বলে জানান।
এরপর তাকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মুত্যু হয়।
ওসি আরও বলেন, বা পায়ে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তার বা পায়ে দড়ির কারণে ক্ষত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
