“হালকা বৃষ্টির এ প্রবণতা আরও দুইদিন থাকবে,” বলেন আবহওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।
সংগৃহিত
কার্তিক মাসের প্রায় মাঝামাঝি সময়ে এসে ঢাকা ও দেশের উত্তর পূর্বাংশে কয়েকটি জায়গায় বৃষ্টি হচ্ছে।
বুধবার রাত ৯টার পরে রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়েছে। আগের দিন মঙ্গলবারও ঝুম বৃষ্টি হয়েছে।
হালকা বৃষ্টির এ প্রবণতা আরও দুইদিন থাকতে পারে, এমন আভাস দিয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেছেন, শনিবার থেকে ঠাণ্ডা ঠাণ্ডা ভাব বাড়তে পারে।
গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত নথিবদ্ধ হয়েছে সাতক্ষীরায়, ২৪ মিলিমিটার। এসময় খুলনা, মোংলা, যশোর, চুয়াডাঙ্গায়ও হালকা বৃষ্টি হয়েছে।
ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, নরসিংদী ও ফরিদপুর, গোপালগঞ্জেও সামান্য বৃষ্টি রয়েছে।
ঘূর্ণিঝড় মোনথা মঙ্গলবার ভারতের অন্ধ্র উপকূলে তাণ্ডব চালিয়ে অন্তত একজনের মৃত্যু ঘটিয়েছে। এর প্রভাব বাংলাদেশে পড়েনি।
তবে বৃষ্টি ঝরিয়ে দুর্বল অবস্থার মধ্যে বাংলাদেশের আকাশে মেঘমালা থাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বলেছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।
তিনি বলেন, “হালকা বৃষ্টির এ প্রবণতা আরও দুইদিন থাকবে। হালকা বৃষ্টির রেশ কেটে গেল ১ নভেম্বর থেকে তাপমাত্রাও কমবে। এতে ঠাণ্ডা ঠাণ্ডা ভাব বাড়বে।”
গেল ২৪ অক্টোবর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার পর ধাপে ধাপে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ দশা পেরিয়ে সেই ঘূর্ণিবায়ুর চক্র রোববার রাত ৩টায় ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এ ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয় ‘মোনথা’। এটি থাইল্যান্ডের দেওয়া নাম, যার অর্থ সুন্দর বা সুবাসিত ফুল।
সোমবার রাতে মোনথা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয়। মঙ্গলবার রাত আড়াইটার দিকে অন্ধ্র প্রদেশের উত্তর-পশ্চিম উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ে এটি।
বাংলাদেশে এ ঝড়ের তেমন কোনো প্রভাব পড়েনি। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বড় কোনো দুর্যোগ ঘটেনি।
সাগর বিক্ষুব্ধ থাকায় বাংলাদেশের আবহাওয়া দপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করে। ঝুঁকি কেটে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।