আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেন তিনি।
সংগৃহিত
বিচার বিভাগ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্যে ‘শঙ্কা’ দেখছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল।
বুধবার সুপ্রিম কোর্ট অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন।
তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিষয়ে রিভিউ আবেদনের শুনানি শেষে সংবাদ ব্রিফিংয়ের পর সাংবাদিকের ভিন্ন একটি প্রশ্নের জবাবে বিচার বিভাগ, প্রশাসন ও আইন বিভাগ নিয়ে কথা বলেন কায়সার কামাল। এ সময় তিনি আইন উপদেষ্টার সমালোচনা মুখরও হন।
তিন বিচারপতিকে ‘শোকজ’ করা নিয়ে একটি সংবাদ গত মঙ্গলবার দিনভর সুপ্রিম কোর্ট অঙ্গনে আলোচনায় ছিল; পরে যা সত্য নয় বলে জানায় সুপ্রিম কোর্ট।
এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নে কায়সার কামাল বলেন, একটা দেশের তিনটা অঙ্গের অন্যতম হচ্ছে বিচার বিভাগ (জুডিশিয়ারি)।
“জুডিশিয়ারির ব্যাপারে আইন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, তিনি যে বক্তব্য দিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে এই বক্তব্যটা তিনি প্রকাশ্যে না দিলেও পারতেন। কিছু কিছু বিষয় থাকে যেগুলো প্রিভিলেজড কমিউনিকেশন। আইন উপদেষ্টার যদি কোনো অভিযোগ থাকে, সেটা তিনি যথাযথ প্রক্রিয়ায় প্রধান বিচারপতির কাছে পৌঁছাতে পারতেন। তিনি সেটা না করে প্রকাশ করেছেন। আমার কাছে মনে হচ্ছে এ সমস্ত পদক্ষেপ নেওয়ার পেছনে দুরভিসন্ধিমূলক কোনো ঘটনা আছে। যে জুডিশিয়ারি ন্যায়বিচার করছে, সেই জুডিশিয়ারিকে নিয়ে তীর্যক মন্তব্য করাটা সমীচীন হয়নি।”
তার আশা, পরবর্তীতে আসিফ নজরুল বা অন্য কোনো উপদেষ্টা বিচার বিভাগ নিয়ে প্রকাশ্যে কথা বলার আগে ‘প্রিভিলিজড কমিউনিকেশন’ হিসেবে প্রধান বিচারপতির সঙ্গে কথা বলে, তারপর যদি প্রয়োজন পড়ে, সেটা প্রকাশ্যে করতে পারেন।
তবে আইন উপদেষ্টার কবেকার ও কোন বক্তব্যে এমন প্রতিক্রিয়া দেখালেন তা বলেননি কায়সার কামাল।
কায়সার কামাল বলেন, “আমাদের এই জুডিশিয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে একটি পৃথক সচিবালয়ের জন্য চেষ্টা চালাচ্ছেন। আসিফ নজরুল সাহেবের এই কথায় আমরা কেন যেন শঙ্কিত-আসলে নির্বাহী বিভাগ জুডিশিয়ারিকে স্বাধীন করতে চায় কিনা।”
আসিফ নজরুলের বক্তব্যে ‘ফ্যাসিস্ট রেজিমের’ সুরের প্রতিধ্বনি দেখতে পাওয়ার অভিযোগ করে বিএনপির আইন বিষয়ক এই সম্পাদক বলেন, “ফ্যাসিস্টরা এর আগে হাই কোর্ট সম্পর্কে, বিচার বিভাগ সম্পর্কে এই কথা বলত, সেই সুর, যা অত্যন্ত দুঃখজনক।”
আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুলের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ তুলে ধরে তিনি বলেন, “এই অবস্থান থেকে প্রকাশ্যে বিচার বিভাগ নিয়ে এই ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য। তিনি ভবিষ্যতে আরেকটু সতর্ক হয়ে কথা বলবেন; আইনজীবীরা সেটা অনুরোধ করছে।”
