“এমন কিছু পৃথিবীতে আর নেই। একে প্রতিহত করার কোনো উপায়ও নেই,” দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সংগৃহিত
রাশিয়া পারমাণবিক-চালিত ‘পসাইডন’ সুপার টর্পেডোর সফল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার পাশাপাশি এই যুদ্ধাস্ত্র তেজস্ক্রিয় জলোচ্ছ্বাস তৈরি করে উপকূলীয় এলাকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনতে সক্ষম বলে মনে করছেন অনেক সামরিক বিশ্লেষক।
হাঙ্গেরিতে পুতিন-ডনাল্ড ট্রাম্প বৈঠক ভেস্তে যাওয়ার পর মস্কো কয়েকদিনের ব্যবধানে দুটি ‘ভয়ঙ্কর মারণাস্ত্রের’ সফল পরীক্ষা চালানোর খবর দিল।
এর আগে গত ২১ অক্টোবর রাশিয়া নতুন ‘বুরেভেস্তনিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, আর পরদিন চালায় পারমাণবিক হামলার মহড়া, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
গ্রিক পুরাণ মতে সমুদ্রের দেবতা’র নামে বানানো এই সুপার টর্পেডো ‘পসাইডনের’ পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মস্কো। তবে এটি টর্পেডো ও ড্রোনের সমন্বয়ে তৈরি এক নতুন ধরণের পারমাণবিক শক্তিধর অস্ত্র বলে প্রাথমিক বিভিন্ন তথ্যে জানা গেছে।
মস্কোর একটি হাসপাতালে ইউক্রেইন যুদ্ধে আহত রুশ সেনাদের সঙ্গে হালকা নাস্তা করার সময় পুতিন মঙ্গলবার ‘পসাইডনের’ সফল পরীক্ষার কথা জানান।
“এমন কিছু পৃথিবীতে আর নেই। একে প্রতিহত করার কোনো উপায়ও নেই,” দাবি রুশ প্রেসিডেন্টের।
বিশ্লেষকদের ধারণা, টর্পেডোটির পাল্লা প্রায় ১০ হাজার কিলোমিটার এবং এটি ঘণ্টায় ১৮৫ কিলোমিটার পাড়ি দিতে পারে।
কয়েকদিনের ব্যবধানে ‘বুরেভেস্তনিক’ ও ‘পসাইডন’ পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে- পশ্চিমাদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বলেছেন তিনি।
ইউক্রেইন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের চাপের কাছে রাশিয়া কখনও নত হবে না, বলেছেন রুশ প্রেসিডেন্ট।
কিইভকে ‘দ্রুত হারাতে’ ব্যর্থ হওয়ায় কয়েক সপ্তাহ আগেই রাশিয়াকে ‘কাগুজে বাঘ’ বলা ট্রাম্পকেও এখন বুঝতে হবে, মস্কো এখনও অত্যাধুনিক যুদ্ধাস্ত্র বিশেষ করে পারমাণবিক অস্ত্রে যে কারও সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে, তাই তাদের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় না নিলে উত্তেজনা ক্রমশ বাড়তেই থাকবে, লিখেছে রয়টার্স।
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে চলমান বৈশ্বিক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার মধ্যে নিজেদের অস্ত্রভাণ্ডারকে আধুনিক করতে রাশিয়া যে পরিকল্পনা নিয়েছে তারই অংশ হিসেবে পসাইডন তৈরি হয়েছে।
রুশ গণমাধ্যমগুলো বলছে, পসাইডন টর্পেডোগুলো ২০ মিটার লম্বা, ব্যাস ১ দশমিক ৮ মিটার, আর ওজন ১০০ টন। এই টর্পেডো নেটোর কাছে ‘ক্যানিয়ন’ নামে পরিচিত।
“পসাইডনের ক্ষমতা এমনকি আমাদের সবচেয়ে আধুনিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সারমাতের চেয়েও বেশি,” বলেছেন পুতিন।
রাশিয়ার এ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ও মহড়া নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরণের অস্বস্তি কাজ করছে বলে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন।
“পুতিনের উচিত পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে বরং ইউক্রেইনে যুদ্ধ শেষ করা,” বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার পর বলেছিলেন ট্রাম্প।