৩০ অক্টোবরের মধ্যে ভর্তি শেষ করে ক্লাস শুরুর কথা ছিল, তবে ভর্তির সময় বাড়িয়ে ১৫ থেকে ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
সংগৃহিত
ভর্তি কার্যক্রম দ্রুত শেষ করে ক্লাস শুরুর দাবিতে অনশনে বসেছেন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
বুধবার সকাল থেকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে অনশন শুরু করেন ১৪ শিক্ষার্থী। রাত ১২টা পর্যন্ত দুজনের অসুস্থ হয়ে পড়ার কথা জানান আন্দোলনকারীরা।
কলেজের মূল ফটকের সামনে অনশন শুরু হলেও রাতে বৃষ্টির পর থেকে তারা অধ্যক্ষের কক্ষের সামনের করিডোরে অবস্থান নিয়েছেন।
অনশনরতদের একজন ২০২৪-২৫ সেশনের ঢাকা কলেজ ক্যাম্পাসের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোশাররফ হোসেন রিয়াদ রাত ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় তিন মাস আগে ভর্তি পরীক্ষা হয়েছে। সাবজেক্ট চয়েস ও অনলাইন পেমেন্ট শেষ হলেও এখনো ক্লাস শুরু হয়নি। ক্লাস শুরুর আগেই আমাদের সেশন জটের শঙ্কায় ফেলছে। ৩০ অক্টোবরের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শেষ করে ক্লাস শুরু করা হোক, আমরা সে দাবি জানাচ্ছি।
“৩০ অক্টোবরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরু হওয়ার কথা ছিলো। কিন্ত সেই তারিখ পরিবর্তন করে ১৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়টির অন্তর্বর্তীকালীন প্রশাসন। এ কারণে পড়াশোনায় পিছিয়ে যাচ্ছি এবং মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছি।”
দুজন অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে তিনি বলেন, “তাদের একজনকে ঢাকা মেডিকেলে ও একজনকে ল্যাবএইডে নিতে হয়েছে।
“আমরা আমাদের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্যারের কাছে একটি স্মারকলিপি দিয়েছি। সেখানে আমরা দাবি করেছি, ৩০ অক্টোবরের মধ্যেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ক্লাস শুরু করতে হবে। দাবি মেনে নোট জারি না করা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।”
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার ঢাকার সাতটি কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া গুছিয়ে এনেছে।
গত ২৭ জানুয়ারি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত এলো, তখন চলছিল ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তির আবেদন; যা পড়ে বন্ধ হয়ে যায়।
পরে অন্তর্বর্তী প্রশাসন গঠনের পর গত ২৭ জুলাই ভর্তি বিজ্ঞপ্তি জারি করা হয়। ৩ থেকে ১০ অগাস্ট আবেদন নিয়ে ২২ ও ২২ অগাস্ট অনুষ্ঠিত হয় তিনটি অনুষদের ভর্তি পরীক্ষা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হলেও সাত কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়নি। কথা ছিল ৩০ অক্টোবরের মধ্যে ভর্তি শেষ করে ক্লাস শুরুর। তবে ভর্তির সময় বাড়িয়ে ১৫ থেকে ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়ার প্রস্তাবনা অনুযায়ী, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় অনুমোদিত শিক্ষা কাঠামো ও শিক্ষাক্রম অনুসরণ করলেও তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সনদ পাবেন।
