দ্বীপটিতে এক বছরেরও বেশি সময়জুড়ে যে বৃষ্টিপাত হয় তা রেকর্ড করা হয়েছে গত এক সপ্তাহে।
Published : 04 Aug 2025, 10:28 AM
তাইওয়ানের দক্ষিণাঞ্চলে টানা প্রবল বৃষ্টির মধ্যে ব্যাপক ভূমিধস ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে ৫৯০০ জনের বেশি মানুষকে।
দ্বীপটিতে এক বছরেরও বেশি সময়জুড়ে যে বৃষ্টিপাত হয় তা রেকর্ড করা হয়েছে গত এক সপ্তাহে। এতে বিপর্যয় দেখা দিয়েছে; জানিয়েছে রয়টার্স।
জুলাইয়ের শেষ দিকে একটি নিম্নচাপ ও দক্ষিণপশ্চিম দিক থেকে বয়ে যাওয়া প্রবল বায়ুপ্রবাহের প্রভাবে তাইওয়ানে প্রবল বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি দ্বীপটির কৃষিখাতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হলেও দক্ষিণাঞ্চলে বন্যা দেখা দেয় ও ব্যাপক ভূমিধস হয়। এতে চারজনের মৃত্যুর পাশপাশি তিনজন নিখোঁজ ও ৭৭ জন আহত হন।
দ্বীপটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, গত সাত দিনে দক্ষিণের পার্বত্য অঞ্চলে ২ দশমিক ৬ মিটারেরও (১০২ দশমিক ৩ ইঞ্চি) বেশি বৃষ্টি হয়। অথচ দ্বীপটিতে পুরো বছরজুড়ে গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ২ দশমিক ১ মিটার।
তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং তাই সোমবার দক্ষিণাঞ্চলীয় শহর তাইনান পরিদর্শন করেছেন। এই শহরটি টাইফুন দানাস ও সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
চো বলেছেন, “আমরা খুব কম এ ধরনের মারাত্মক ঝড়ের মুখোমুখি হয়েছি। টাইফুন দানাস আঘাত হেনেছে একমাস হয়ে গেছে আর তারপর থেকে টানা বৃষ্টি হচ্ছে।”
সরকার জানিয়েছে, পার্বত্য অঞ্চলের গ্রামগুলোর দুই হাজারেরও বেশি মানুষ এখনও বাড়ি থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছেন। বন্যা ও ভূমিধসে ওই এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধারকারীরা ওই এলাকায় খাবার ও ওষুধ সরবরাহের জন্য রাস্তা মেরামতে কাজ করছেন।
ওই অঞ্চলের কাউশিউং শহরের মেয়র চেন চি-মাই রোববার সাংবাদিকদের বলেছেন, “গত এক দশক বা তারও বেশি সময়ের মধ্যে সংখ্যা বিবেচনায় মানুষ সরিয়ে নেওয়ার সবচেয়ে বড় ঘটনা এটি। অনুগ্রহ করে পর্বতের উপরে যাবেন না। এটি খুব, খুব বিপজ্জনক।”
আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বৃষ্টি কমতে পারে। তবে দক্ষিণের পার্বত্য অঞ্চলগুলোর জন্য ভূমিধস ও বন্যার সতর্কতা বজায় থাকবে।
জুলাইতে টাইফুন দানাস প্রবল শক্তিতে দ্বীপটির ঘনবসতিপূর্ণ পশ্চিম উপকূলে আঘাত হানে। এই উপকূলে টাইফুন আঘাত হানার ঘটনা বিরল। দানাসের তাণ্ডবে তিন হাজারেরও বেশি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। এভাবে টাইফুনটি কয়েক দশকের মধ্যে দ্বীপটির বিদ্যুৎ গ্রিডের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়।