“টিকেট কাটো, ফূর্তি বাটো, ভাই-ভাতিজা-ফুপুরা, দেলুপিতে লাগবে যে ধুম, মন হবে সব ফুরফুরা।”
সংগৃহিত
খুলনার দেলুটি ইউনিয়নের মানুষ ও তাদের জীবনের বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ মুক্তি পাচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে।
নতুন সিনেমা নিয়ে প্রযোজকরা সাধারণত রাজধানীর দর্শকদের কাছে পৌঁছাতে চান; তবে ‘দেলুপি’ মুক্তিতে ভিন্নতা রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন জানিয়েছে, প্রথমে আগামী ৭ নভেম্বর প্রথমে খুলনায় মুক্তি পাবে সিনেমাটি। পরের সপ্তাহে ১৪ নভেম্বর ‘দেলুপি’ মুক্তি পাবে সারা দেশের প্রেক্ষাগৃহে।
পোস্টার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠানটি ফেইসবুকে লিখেছে, “নভেম্বরের ৭ তারিখে, আসছে ‘দেলুপি’ খুলনাতে, সারাদেশের মানুষ দেখবে, পরের সপ্তাহ ১৪ তে। টিকেট কাটো, ফূর্তি বাটো, ভাই-ভাতিজা-ফুপুরা, দেলুপিতে লাগবে যে ধুম, মন হবে সব ফুরফুরা।”
খুলনায় কেন আগে মুক্তি দেওয়া হচ্ছে তার কারণ জানিয়ে পরিচালক তাওকীর ইসলাম বিজ্ঞপ্তিতে বলেন, “আমরা আসলে চেয়েছি যে অঞ্চলের সিনেমা সেইখানের মানুষ আগে সিনেমাটা দেখুক। আর খুলনায় শুধু সিনেমা হলেই নয়, আমরা দর্শকের সুবিধার্থে বেশ কিছু ইউনিয়ন ও গ্রামে সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থাও করব।”
এরই মধ্যে সিনেমার টিজার ও একটি গান প্রকাশ পেয়েছে। শিগগিরই ট্রেইলার মুক্তি পাবে বলেও জানিয়েছেন পরিচালক।
‘দেলুপি’ নিয়ে নির্মাতা তাওকীর ইসলাম জানিয়েছেন, নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে দেলুপির গল্প। যা শুধু এই অঞ্চলের নয়, বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের গল্প।
সিনেমার শুটিং হয়েছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে। ‘শাটিকাপ’ ও ‘সিনপাটের’ মত দেলুপি সিনেমাতেও অভিনয় করেছেন স্থানীয়রা।
