সরকারি কমার্স কলেজ এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সংগৃহিত
তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও বৈষম্য বিরোধী অন্দোলনের ঘটনাসহ বেশ কিছু মামলা আছে বলে জানান ওসি।
চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বেশ কয়েক রাউন্ড গুলিসহ এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে সরকারি কমার্স কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুরুল মোস্তফা টিপুর (৫০) বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী অন্দোলনে হামলার ঘটনাসহ বেশকিছু মামলা থাকার কথা বলেছেন ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিপুকে বেশকিছু দিন ধরে পুলিশ খুঁজছিল। তবে তিনি আত্মগোপনে ছিলেন। রাতে তিনি কমার্স কলেজ সংলগ্ন একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থান করছেন, এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়।
টিপুর কাছ থেকে শর্টগান, নাইন এমএমসহ বিভিন্ন ধরনের অস্ত্রের বেশকিছু গুলি উদ্ধারের কথা বলেছেন ওসি।
তিনি বলেন, “টিপুকে নিয়ে আমরা থানায় এসেছি, তার বিরুদ্ধে কয়টি মামলা আছে সেগুলো খোঁজ নিচ্ছি।”
