সালমানের এই কথাগুলো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন।
সংগৃহিত
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বসের’ আসরে এক প্রতিযোগীকে নিয়ে অভিনেতা সালমান খানের করা মন্তব্য ঘিরে বেশ সমালোচনা চলছে।
অনেকে অভিনেতার মন্তব্যকে ‘নারীবিদ্বেষী’ বলছেন।
হিন্দুস্থান টাইমস লিখেছে, সম্প্রতি ‘বিগ বসের’ এক পর্বে আশনূর কৌর তার সহ-প্রতিযোগী ফারহানা ভাট সম্পর্কে সালমানের কাছে অভিযোগ করেন।
আশনূর ফারহানাকে ‘নেতিবাচক’ হিসেবে তুলে ধরে বলেন, “সে ঘরে অনেক ধরনের নেতিবাচকতা ছড়াচ্ছে। তার বাইরের পারফরম্যান্স কেমন হবে আমার সেটা জানা নেই।”
তখনই সালমান খান হাসতে হাসতে বলেন, “যখন ওর বিয়ের কথা উঠবে, তখন বাড়ির লোকেরা জিজ্ঞেস করবে মেয়ে কেমন? তখন কী বলবে ও, গালাগাল দেয়, ঝগড়া করে, প্লেট ভাঙে। হ্যাঁ, এমনই বউ তো চাই! ছেলেদের জীবন শেষ করে দেবে। একদম শান্তির দূত!”
সালমানের এই কথাগুলো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, সালমানের মন্তব্যে নারীদের প্রতি নেতিবাচক মনোভাব এবং প্রচলিত সামাজিক গৎবাঁধা ধারণা প্রকাশ পেয়েছে।
একজন মন্তব্য করেছেন, “একটু স্বাধীনচেতা, দৃঢ়, বলিষ্ঠ স্বভাবের নারী হলেই সহ্য করতে পারেন না সালমান। হিনা থেকে গওহর, রুবিনা, প্রিয়াঙ্কা; এখন ফারহানাকে আক্রমণ করলেন।”
আরেকজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “আজ সালমানের মন্তব্য শুনে বিরক্ত লাগল। যদি এসব কথা ‘জোক’ হয়, তাহলে পুরুষ প্রতিযোগীদের নিয়েও তো এমন মন্তব্য করা যেতে পারে। কেন শুধু মেয়েদের নিয়ে এমন কৌতুক করা হয়?”
আরও একজন লিখেছেন, “এসব মানুষই নারীদের শুধু স্ত্রী আর বৌমার দৃষ্টিতে দেখে।”
আরেকজন লিখেছেন, “সালমান নিজেই তো বিয়ের উপযুক্ত নন, আয়নায় একবার তাকানো উচিত।”
অনেকেই আশনূর কৌরের সমালোচনাও করেছেন সালমানের মন্তব্যে হাসার জন্য।
কেউ লিখেছেন, “নিজেকে নারীবাদী বলে দাবি করা আশনূর সেখানে হাসছিল! দ্বিচারিতা একেই বলে।”
প্রায় এক যুগ ধরে সঞ্চালনা চালিয়ে ‘বিগ বস’ এর জনপ্রিয়তা ধরে রেখেছেন সালমান খান। তবে নানা সময়ে নানা মন্তব্য করে বিতর্কিতও হয়েছেন। বর্তমানে শোয়ের ঊনিশতম মৌসুম চলছে। এটি প্রচার হচ্ছে জিওহটস্টার ও কালারস টিভিতে।
এই মৌসুমে প্রতিযোগী হিসেবে আছেন গৌরব খন্না, আশনূর কৌর, আমাল মালিক, তানিয়া মিত্তাল, মালতি চাহার, মৃদুল, ফারহানা ভাট, প্রণিত মোরে ও শেহবাজ বদেশা।
