রিট্র্যাকটেবল কেবল থাকার কারণে পাওয়ার ব্যাংকটির ব্যবহার সহজ। এটি একাধিক ডিভাইসকে একসঙ্গে চার্জ করতে পারে। ওভার চার্জ, ওভার ভোল্টেজ প্রোটেকশনের মতো নিরাপত্তা বৈশিষ্ট্যও রয়েছে এতে।
সংগৃহিত
দেশের বাজারে বড় সক্ষমতার পাওয়ার ব্যাংক এনেছে এক মোবাইল একসেসরিজ ব্র্যান্ড, যা দিয়ে স্মার্টফোন তো বটেই, চার্জ করা যাবে ল্যাপটপও।
‘আরপিবি-পি৭২’ নামের এ পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ২০ হাজার মিলি-অ্যাম্প আওয়ার ক্যাপাসিটি। ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টসহ ডিভাইসটিতে রয়েছে ৭০ সেন্টিমিটার রিট্র্যাকটেবল টাইপ-সি কেবলের সুবিধা। আর এটি তৈরি করেছে এক্সেসরিজ ব্র্যান্ড রেসি।
নির্মাতা বলছে, পাওয়ার ব্যংকটিতে টাইপ-সি চার্জিং সাপোর্ট রয়েছে, যা দিয়ে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট ও অন্যান্য ডিভাইসকে দ্রুত চার্জ করা যাবে। রিট্র্যাকটেবল কেবল থাকার কারণে পাওয়ার ব্যাংকটির ব্যবহার সহজ। এটি একাধিক ডিভাইসকে একসঙ্গে চার্জ করতে পারে। পাশাপাশি, ওভার চার্জ, ওভার ভোল্টেজ প্রোটেকশনের মতো নিরাপত্তা বৈশিষ্ট্যও রয়েছে এতে।
এই ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক লাইনআপে নানা সক্ষমতা ও ফিচারওয়ালা আরও মডেল রয়েছে। যেমন ১০ হাজার এমএএইচ ক্যাপাসিটির আরপিবি-পি৪৮, আরপিবি-পি৬৭ মডেলে রয়েছে ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সংযোগ। এগুলো হালকা ও কমপ্যাক্ট, যা দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী। এ নির্মাতার বেশিরভাগ পাওয়ার ব্যাংকে ডুয়াল আউটপুট ও মাল্টি-পোর্ট চার্জিং সুবিধা রয়েছে।
এসব মডেল রেসিবিডি.কমসহ অন্যান্য অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে। সম্প্রতি এসব মডেলের সঙ্গে চলছে ডিসকাউন্ট অফার। ব্যবহারকারীরা কেনার আগে অফিসিয়াল সাইট দেখে করে নির্দিষ্ট স্পেসিফিকেশন যাচাই করতে পারবেন।
