সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান শিল্পপতি আজিম উদ্দিন আহমেদ মারা গেছেন।
শনিবার বিকালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিশ্ববিদ্যালয়টি এক শোকবার্তায় জানিয়েছে।
এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আজীবন সদস্য আজিম উদ্দিনের দূরদর্শী নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিষ্ঠা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে আজকের অবস্থানে নিয়ে যেতে অনন্য ভূমিকা রেখেছে।
“তিনি বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। শিক্ষার প্রতি তার প্রতিশ্রুতি ও নিষ্ঠায় অনুপ্রাণিত হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অ্যালামনাই।”
তার মৃত্যুতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিবার, বোর্ড অব ট্রাস্টিজ, প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।