একই বিমানবাহিনী রণতরী থেকে পরিচালিত নিয়মিত অভিযানে এই আকাশযান দুটি অংশ নেওয়ার সময় সেগুলো বিধ্বস্ত হয়।
সংগৃহিত
দক্ষিণ চীন সাগরে এক ঘণ্টার মধ্যে দুটি পৃথক ঘটনায় মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
রোববার একই বিমানবাহিনী রণতরী থেকে পরিচালিত নিয়মিত অভিযানে এই আকাশযান দুটি অংশ নেওয়ার সময় সেগুলো বিধ্বস্ত হয় বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। তারা আরও জানায়, আকাশযান দুটির সব ক্রু নিরাপদ আছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে সফরে থাকার সময় এসব ঘটনা ঘটল।
সোমবার জাপানের পথে তাকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, বিধ্বস্তের এসব ঘটনা অস্বাভাবিক আর এসব ঘটনা ‘খারাপ জ্বালানির’ কারণে হয়ে থাকতে পারে। কী কারণে এসব ঘটনা ঘটেছে তা সম্ভবত শিগগিরই জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।
সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর বলেছে, “ঘটনায় যুক্ত থাকা সবাই নিরাপদ আর স্থিতিশীল অবস্থায় আছেন। উভয় ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।”
রয়টার্স জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের কোথায় মাকির্ন বিমানবাহী রণতরী নিমিৎস অবস্থান করছে তা ওই পোস্টে প্রকাশ করা হয়নি। এই রণতরীটি থেকেই ওই হেলিকপ্টার ও যুদ্ধবিমানটি উড্ডয়ন করেছিল।
মার্কিন নৌবাহিনী জানিয়েছে, রোববার স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটের দিকে একটি সি হক হেলিকপ্টার দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয়, এর কিছুক্ষণ পর একটি এফ/এ ১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান একই সাগরে বিধ্বস্ত হয়।
এসব আকাশযান বিধ্বস্তের ঘটনার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে মানবিক সহায়তার প্রস্তাব দেয় বলে মুখপাত্র গো জিয়াকুন সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প এশিয়ায় পাঁচ দিনের এক সফরের অংশ হিসেবে এখন জাপানে আছেন।