তবে এটাকে খুব বড় কোনো বিষয় মনে করছেন না রেয়াল মাদ্রিদ কোচ।
সংগৃহিত
বার্সেলোনার বিপক্ষে ভালো খেলছিলেন ভিনিসিউস জুনিয়র। বারবার প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়াচ্ছিলেন এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো। যা একদমই ভালো লাগেনি ভিনিসিউসের। সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ব্রাজিলের এই তারকা।
বদলির পর ভিনিসিউসের দেখানো ওই প্রতিক্রিয়া নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। আলোন্সো বললেন, বিষয়টি নিয়ে ভিনিসিউসের সঙ্গে কথা বলবেন তিনি।
ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারায় রেয়াল। দলের দ্বিতীয় গোলে অবদান রাখেন ভিনিসিউস। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে তার উঁচু করে বাড়ানো বলে এদের মিলিতাওয়ের হেডের পর কাছ থেকে অনায়াসে ফাঁকা জালে বল পাঠান অরক্ষিত জুড বেলিংহ্যাম।
৭২তম মিনিটে ভিনিসিউসকে তুলে আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে নামান আলোন্সো। প্রথমে ইশারায় ভিনিসিউস জিজ্ঞেস করেন, তাকেই তুলে নেওয়া হচ্ছে কিনা। এরপর চিৎকার করে এবং হাসি দিয়ে অসন্তোষ প্রকাশ করে মাঠ ছাড়েন তিনি এবং সোজা টানেল দিয়ে ভেতরে ঢুকে যান।
পরে অবশ্য বেঞ্চে ফেরেন ভিনিসিউস। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের হাতাহাতিতে জড়ান তিনিও। বার্সেলোনার ফরোয়ার্ড লামিনে ইয়ামালের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতেও দেখা যায় তাকে। ওই ঝামেলায় হলুদ কার্ড দেখেন ভিনিসিউস।
বার্সেলোনাকে হারানোর পথে ভিনিসিউসের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেন আলোন্সো। সঙ্গে এই ফুটবলারের আচরণ নিয়ে কথা বলবেন বলেও জানান রেয়াল কোচ।
“আমি ম্যাচের অনেকগুলো ইতিবাচক দিক ও ভিনির ভালো দিকের ওপর মনোযোগ দেব। অবশ্যই আমরা এটা (ভিনির প্রতিক্রিয়া) নিয়ে কথা বলব, তবে যা সত্যি গুরুত্বপূর্ণ সেটা থেকে আমি স্পটলাইট সরিয়ে নিতে চাই না।”
“আমরা এটা নিয়ে কথা বলব… ভিনি অনেক অবদান রেখেছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও প্রাপ্য জয়…”
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই জয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আরেকটু এগিয়ে গেল রেয়াল। ১০ ম্যাচে ৯ জয়ে শীর্ষ থাকা দলটির পয়েন্ট হলো ২৭। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
