কোনো কোনো দাগ ওঠানো জন্য সাথে সাথে ঘষাঘষি করা উচিত নয়।
সংগৃহিত
ঝোল, তেল, চা, কফি, মেইকআপ বা ফলের রস— একটু অসতর্কতাতেই প্রিয় পোশাক নষ্ট হয়ে যেতে পারে এসবের দাগ লেগে।
তবে সঠিক কৌশল জানা থাকলে বেশিরভাগ দাগই সহজে তুলে ফেলা যায়।
ঢাকার বাবর রোডের ‘মা লন্ড্রি’র কর্ণধার মাজহারুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে দাগ দূর করার কিছু কার্যকর উপায়।
ঝোলের দাগ
খেতে বসে তরকারির ঝোল বা খাবারের তেল কাপড়ে পড়ে গেলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিন।
দাগ লাগা অংশে ডিটারজেন্ট পাউডার বা সাবান লাগিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিন। রোদের তাপে ঝোলের দাগ সহজেই উঠে যাবে।
চা বা কফির দাগ
সুতি বা লিনেন কাপড়ে চা-কফির দাগ পড়লে তাৎক্ষণিকভাবে পানি ও দুধ মিশিয়ে ধুয়ে স্পঞ্জ করুন। দাগ না উঠলে সুতি কাপড়ে ব্লিচিং দ্রবণে ভিজিয়ে রেখে ধুয়ে রোদে উল্টো করে শুকান।
লিনেন কাপড়ের ক্ষেত্রে অ্যামোনিয়া দ্রবণে ভিজিয়ে গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে নিন।
হলুদের দাগ
হলুদের দাগ লাগার সঙ্গে সঙ্গে লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, তারপর ধুয়ে ফেলুন। বিকল্পভাবে, দাগের স্থানে সাবান দিয়ে বারবার ধুয়ে রোদে শুকালে দাগ চলে যাবে।
ফলের দাগ
সিল্ক, উল বা রেয়ন কাপড়ে ফলের দাগ লাগলে গ্লিসারিনের হালকা দ্রবণ দিয়ে ঘষে কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ভিনেগার লাগিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
সুতি বা লিনেন কাপড়ে দাগ লাগলে তিন-চার ফুট উচ্চতা থেকে গরম পানি ঝরনার মতো ঢালুন।
সাদা কাপড়ে ব্লিচিং পাউডারের দ্রবণে ভিজিয়ে ধুয়ে নিন।
রঙিন কাপড়ে পানি দিয়ে ধুয়ে রোদে শুকান। বিশেষ করে জামের কষের দাগে সাবান ব্যবহার করবেন না।
ঘামের দাগ
ঘামের দাগ তুলতে গরম পানি ও সাবানে ভিজিয়ে কাপড় ধুয়ে নিন। দাগ বসে গেলে ব্লিচিংয়ের হালকা দ্রবণে ভিজিয়ে ধুয়ে রোদে শুকান।
মাটি বা কাদার দাগ
মাটির দাগ লাগলে প্রথমে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আলগা মাটি সরিয়ে ফেলুন। এরপর গরম পানি ও সাবান দিয়ে ঘষে ধুয়ে নিন।
লিপস্টিক বা মেইকআপের দাগ
লিপস্টিকের দাগে সাদা ভেসলিন বা গ্লিসারিন লাগিয়ে টিস্যু পেপার দিয়ে ঘষুন বা গরম পানিতে ধুয়ে নিন।
মেইকআপের দাগে ট্যালকম পাউডার ছড়িয়ে ঘষে কুসুম গরম পানিতে তরল সাবান দিয়ে ধুয়ে নিন।
চুইংগামের দাগ
চুইংগাম লাগলে বরফ দিয়ে ঘষে চুইংগাম তুলে ফেলুন। এরপর তারপিন তেল দিয়ে স্পঞ্জ করলে দাগ উঠে যাবে।
রক্তের দাগ
তাজা রক্তের দাগ ঠাণ্ডা পানিতে ভিজিয়ে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। শুকিয়ে যাওয়া দাগে লবণ ছড়িয়ে ঘষে ধুয়ে নিন।
তেল বা গ্রিজের দাগ
তেল বা গ্রিজের দাগে কুসুম গরম পানিতে ভিজিয়ে ‘প্রি-ওয়াশ স্টেইন রিমুভার’ লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এরপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন।
ক্যাচাপ বা সসের দাগ
ক্যাচাপ লাগলে ছুরি বা চামচ দিয়ে সস তুলে পানির নিচে ধুয়ে নিন। এরপর ভিনেগার দিয়ে ঘষে ধুয়ে লন্ড্রি করুন। দাগ লাগার পরপরই ঘষাঘষি করবেন না, এতে দাগ ছড়িয়ে যেতে পারে।
কোমল পানীয় বা জুসের দাগ
কোমল পানীয় বা ফলের রসের দাগের ক্ষেত্রে কাপড় ঠাণ্ডা পানিতে ভিজিয়ে ১৫ থেকে ২০ মিনিট ‘স্টেইন রিমুভার’য়ে রাখুন। এরপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন।
পরামর্শ
- দাগ লাগার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলে তা সহজে ওঠে। দেরি করলে দাগ বসে যেতে পারে।
- রঙিন কাপড়ে ব্লিচ ব্যবহারের আগে কাপড়ের গুণগত মান পরীক্ষা করতে হবে।
- প্রতিটি কৌশল প্রয়োগের আগে কাপড়ের লেবেলে দেওয়া নির্দেশনা পড়ে নিন।
এসব কৌশলগুলো মেনে চললে প্রিয় পোশাকের দাগে মন খারাপ হবে না। একটু যত্নে কাপড় থাকবে ঝকঝকে নতুনের মতো!
