এই এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন প্রায় ৬৫ হাজার গাড়ি চলাচল করে।
সংগৃহিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে একটি কভার্ড ভ্যান উল্টে যাওয়ার পর যান চলাচল প্রায় দুই ঘণ্টা বিঘ্নিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নাখালপাড়া ও মহাখালীর মাঝামাঝি স্থানে ঘটা এ দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি।
মহাখালী ট্রাফিক জোনের সহকারী কমিশনার রাসেল রানা বলেন, “মহাখালীর দিক থেকে বনানীর দিকে দিকে যাওয়ার সময় একটি কভার্ড ভ্যান উল্টে যায়। এতে একপাশের লেইনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
“পরে সেটি সরিয়ে নিলে ঘণ্টা দুয়েকের মধ্যে বেলা ১২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।”
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যান চলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক হাসিব হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কভার্ড ভ্যানের সামনের ডান দিকের চাকা বার্স্ট হয়ে গেলে উল্টে যায়।
“ঘটনার পরপরই আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে একটি লাইন ব্লক করে দেয়। অন্য লাইন দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক থাকে।”
কভার্ড ভ্যানটি মালবোঝাই থাকার কারণে বেশ ওজন ছিল জানিয়ে তিনি বলেন, “পরে রেকার এনে সোজা করে ক্রেইন দিয়ে বাইরে নিয়ে আসা হয়। এই কাজ করতে গিয়ে কিছুটা সময় লাগে।”
প্রায় সময় এক্সপ্রেসওয়েতে এ ধরনের ঘটনা ঘটছে বলেও জানান হাসিব হাসান খান।
তিনি বলেন, “এসব পরিস্থিতি মোকাবেলা করতে আমাদের নিজস্ব সব ধরনের ইকুপমেন্ট রয়েছে; টিম রয়েছে।”
এই এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন প্রায় ৬৫ হাজার গাড়ি চলাচল করে জানিয়ে হাসিব হাসান বলেন, “যখন এ ধরনের ঘটনা ঘটে, তখন একটি লেইন বন্ধ করে দেওয়ার কারণে কিছু সময়ের জন্য যানজট দেখা দেয়।”
