গত ২১ অক্টোবর ধরা পড়েছিলেন ১৩১ জন।
সংগৃহিত
কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
সোমবার এক বার্তায় ডিএমপি বলছে, রোববার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
গত ২১ অক্টোবর ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেদিন ১৩১ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
