নির্বাচন কমিশন সার্ভিস গঠনে সরকারি সিদ্ধান্তকে সমর্থন এবং দ্রুত তা বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগৃহিত
মো. জাহাঙ্গীর আলমকে সভাপতি ও শরীফ আল রায়হানকে মহাসচিব করে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে সহকারী উপজেলা নির্বাচন অফিসার্স অ্যাসোসিয়েশন।
রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের তথ্য দিয়েছে সংগঠনটি।
উপজেলা নির্বাচন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা সম্প্রতি নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ আশফাকুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় নির্বাচন কমিশন সার্ভিস গঠনে সরকারি সিদ্ধান্তকে সমর্থন এবং দ্রুত তা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
