দলটির আমির এক সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন, আশা চিকিৎসকের।
Published : 03 Aug 2025, 11:00 AM
আমির শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত ‘অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার সুনাম’ বজায় রেখেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই শৃঙ্খলা ও সততা সব রাজনৈতিক দলের জন্য ‘অনুসরণীয়’।
শনিবার জামায়াতে ইসলামীর আমির শফিকুরের ওপেন হার্ট সার্জারির পর রাত ১১টার দিকে তাকে নিয়ে দেওয়া ফেইসবুক পোস্টে এ মন্তব্য করেন শফিকুল।
তিনি লিখেছেন, “শফিকুর রহমান ভাইয়ের হার্টের অপারেশনের পর আমি তার কথা ভাবছি এবং তাকে আমার দোয়ায় রাখছি।
“গভীর অনিশ্চয়তার এই সময়ে, তার ধৈর্যশীল নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলক অংশগ্রহণের সদিচ্ছা সত্যিই প্রশংসনীয়।”
শনিবার ঢাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতালে জামায়াতের আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে জানিয়ে চিকিৎসক জাহাঙ্গীর কবির বলেছেন, তিনি আশা করছেন, আগামী সাতদিনের মধ্যে শফিকুর রহমান বাসায় ফিরতে পারবেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি (জামায়াত আমির) যেন দৃঢ়তা ও প্রশান্তি লাভ করেন এবং দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।”
গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান শফিকুর রহমান। পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলেন।
এর মিনিট খানেক বাদে জামায়াত আমির উঠে দাঁড়ান এবং আবার বক্তব্য দেওয়া শুরু করেন। কিন্তু আবারও পড়ে যান তিনি। তবে কিছুক্ষণ পর না দাঁড়িয়ে মঞ্চে ডায়াসের পাশে পা মেলে বসে বক্তব্য দেন তিনি। এসময় তার পাশে চিকিৎসকদেরও দেখা যায়।
সমাবেশ শেষে তাকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেদিন পরীক্ষা নিরীক্ষায় তেমন কিছু ধরা না পড়ায় পরদিন তিনি বাসায় ফিরে যান।
এর মধ্যে গত বুধবার আমিরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছিলেন, তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।