পরের ম্যাচের আগে অনুশীলনেও খেলোয়াড়দের মাঝে একই উদ্যম দেখতে চান হুবেন অ্যামুরি।
সংগৃহিত
পরিস্থিতি বদলাতে সময় লাগে না, ভালো করেই জানেন হুবেন অ্যামুরি। টানা তিন জয়ের আনন্দে তাই ভেসে যাচ্ছেন না তিনি। দলের খেলোয়াড়দেরও আহ্বান জানিয়েছেন মাটিতে পা রাখার। আসছে ম্যাচের প্রস্তুতিতেও সবার মাঝে একই উদ্যম দেখতে চান ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ৪-২ গোলে হারায় ইউনাইটেড। এর আগের দুই ম্যাচে সান্ডারল্যান্ড ও লিভারপুলের বিপক্ষেও জয়ের স্বাদ পায় কয়েক বছর ধরে অতীদের কঙ্কাল হয়ে ওঠা দলটি।
৯ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে আপাতত লিগ টেবিলে চতুর্থ স্থানে আছে ইউনাইটেড।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে যেন সাফল্যের পথে হাঁটতে শুরু করেছে ইউনাইটেড। তবে সাফল্যের এই বলয়ও যেকোনো সময় ভেঙে যেতে পারে। তাই দলের সবাইকে সতর্ক করে দিয়েছেন অ্যামুরি। নটিংহ্যাম ফরেস্টের মাঠে আগামী শনিবারের ম্যাচের জন্য খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
“দলের (আবহ) এখন কিছুটা ভিন্ন, এটা অনুভব করা যাচ্ছে। আমরা এখন ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে পারি। মনে হচ্ছে, যেকোনো পরিস্থিতি আমরা সামলে নিতে পারি, আর এটাই দল যখন ভালো সময় কাটায় তখন এমন ম্যাচগুলো জিততে সহায়তা করে।”
“তিন সপ্তাহ আগেও চিত্রটা (ছিল একেবারে আলাদা), তাই পরের তিন সপ্তাহেও তা আবার বদলে যেতে পারে। উপভোগ করা যায়, কিন্তু একই রকম উদ্যম পরের (ম্যাচের আগে) অনুশীলনেও থাকতে হবে।”
ব্রাইটনের বিপক্ষে ৬১ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। তখন ম্যাচ অনেকটা একপেশে মনে হলেও শেষ দিকে দুই গোল করে লড়াইয়ে উত্তেজনা ফেরায় সফরকারীরা। যোগ করা সময়ে ব্রায়ান এমবুমোর দ্বিতীয় গোলে নিশ্চিত হয় ইউনাইটেডের জয়।
শেষ দিকে চাপ এলেও, অ্যামুরির চোখে এই পারফরম্যান্স লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে ২-১ গোলে জয়ের চেয়েও সন্তোষজনক।
“আমার মনে হয়, এটি (ব্রাইটন ম্যাচ) ছিল আরও পরিপূর্ণ পারফরম্যান্স। লিভারপুল ম্যাচ নিয়ে যা ইচ্ছা বলতে পারেন, ওই ম্যাচে আসলে তাদের হার প্রাপ্য ছিল না। আমরা যোগ্য হিসেবেই জিতেছি, তবে তাদের হারও প্রাপ্য ছিল না। আমার মনে হয়, আজ আমরা মাঠে প্রায় সবকিছু করেছি। বল দখলে রেখেছি, সুযোগ তৈরি করেছি, রক্ষণেও দৃঢ় ছিলাম।”
“আমার মনে হয়, এটা আরও পরিপূর্ণ পারফরম্যান্স ছিল, শুধু বলার জন্য নয়, বরং আমি নিজেও একজন কোচ হিসেবে এটাকে পরিপূর্ণ পারফরম্যান্স মনে করি। তাই আজকের দিনটি আমার কাছে গত সপ্তাহের চেয়েও বেশি ভালো লেগেছে।”
