২০১৬ সালের ১০ নভেম্বর ওই নারীকে ধর্ষণের পর একটি বাড়ির সামনে বিবস্ত্র অবস্থায় ফেলে রাখা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।
সংগৃহিত
বরিশালে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের মামলায় চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
রোববার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম নয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন বলে বেঞ্চ সহকারী আজিবর রহমান জানিয়েছেন।
দণ্ডিতরা হলেন- নগরীর রূপাতলী ধান গবেষণা রোডের বাসিন্দা মানিক গাজী কালুর ছেলে রাসেল গাজী (৪৪), রূপাতলী গ্যাসটারবাইন এলাকার ভাড়াটিয়া ও বাকেরগঞ্জের আউলিয়াপুর গ্রামের বাসিন্দা আইয়ুব আলী খানের ছেলে খোকন খান (৩২), ধান গবেষণা রোড খেয়াঘাট এলাকার বাসিন্দা খলিল জমাদ্দারের ছেলে রাজিব জমাদ্দার (৩৪) ও একই এলাকার মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে জাহিদ হাওলাদার (৩৫)।
রায় ঘোষণার সময় খোকন খান আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন। বাকি তিন আসামি উপস্থিত ছিলেন।
