গুলির খোসাগুলো গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে বৈধভাবে এক ব্যবসায়ী ক্রয় করেছেন বলে জানায় পুলিশ।
সংগৃহিত
নাটোরের বড়াইগ্রাম উপজেলার এক ব্যবসায়ীর গুদামে মজুদ প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য তৈরি হয়েছে।
তবে পুলিশ বলছে, আইন মেনে ওই ব্যবসায়ী তার কারখানায় ব্যবহারের জন্য গুলির খোসাগুলো গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে ক্রয় করেছেন।
শনিবার বিকালে উপজেলার আহমেদ বাজারে শিহাব এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সি’র গুদামে গুলির খোসাগুলো (এমটি-কার্টিজ) পাওয়া যায় বলে জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে গুলির খোসাগুলো ট্রাক থেকে নামাতে দেখেন এলাকাবাসী। দুপুরের পর থেকে বিষয়টি জানাজানি হলে বিকালে বাজার এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।
তবে ‘শিহাব এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট এজেন্সি’র মালিক শিহাব উদ্দিনের দাবি, তিনি গুলির খোসাগুলো রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে নিলামের মাধ্যমে ক্রয় করেছেন।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহীনির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এমটি কার্টিজগুলো নিয়ম মেনে কারখানায় ব্যবহার করার জন্য রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে ক্রয় করেছেন শিহাব।
এমটি কার্টিজ কেনার বৈধ কাগজপত্র দেখিয়েছেন ক্রেতা; এতে কোনো আইনি জটিলতা নেই বলে জানান জেলা পুলিশের এ কর্মকর্তা।
