রাকিবুল আজম নামের এক সাবেক কর্মী গত ২৬ সেপ্টেম্বর এ মামলা দায়ের করেন।
সংগৃহিত
‘প্রতারণা ও চুরির’ অভিযোগে সাবেক এক কর্মীর করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানসহ তিনজন।
রোববার ঢাকার মহানগর হাকিম রৌনক জাহান তাকির আদালতে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করেন তারা।
শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করেন বলে আসামিপক্ষের আইনজীবী এহেসানুল হক সমাজী জানান।
জামিন পাওয়া অপর দুজন হলেন- গ্রামীণফোনের ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক এবং চিফ হিউমান রিসোর্স অফিসার সায়েদা তাহিয়া হোসেন।
রাকিবুল আজম নামের এক সাবেক কর্মী গত ২৬ সেপ্টেম্বর এ মামলা দায়ের করেন। আদালত সেদিন মামলাটি গ্রহণ করে আসামিদের ২৬ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করে।
