ট্রাম্প বলছেন, আসিয়ান সম্মেলনের ফাঁকে কার্নির সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা তার নেই।
সংগৃহিত
কানাডার অন্টারিও প্রদেশে প্রচারিত একটি বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ হয়ে দেশটির উপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তার ভাষায়, “তারা এখন যা দিচ্ছে, তার উপরে আরও (শুল্ক)।”
রয়টার্স লিখেছে, বৃহস্পতিবার ট্রাম্প সেই বিজ্ঞাপনকে ‘বিভ্রান্তিকর’ বর্ণনা করে অটোয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দেন।
ওই বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি ভিডিও ব্যবহার করা হয়েছে, যেখানে রিপাবলিকান আইকন রিগ্যান বলছেন, শুল্ক বাণিজ্য যুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে। বিজ্ঞাপনটি নিয়ে বৃহস্পতিবার ট্রাম্প প্রতিক্রিয়া জানানোর আগেই কয়েকদিন ধরে তা প্রচারিত হচ্ছিল।
ট্রাম্প তার সোশাল মিডিয়া ট্রুথ সোশালে শনিবার লিখেছেন, ওই বিজ্ঞাপনের প্রতিক্রিয়ায় তিনি কানাডার ওপর শুল্ক বাড়াচ্ছেন।
অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড শুক্রবার বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনা শেষে অন্টারিও সরকার সোমবার থেকে যুক্তরাষ্ট্রে বিজ্ঞাপন প্রচার স্থগিত করবে, যাতে বাণিজ্য আলোচনা আবার শুরু হতে পারে।
রয়টার্স লিখেছে, বিজ্ঞাপনটি শুক্রবার মেজর লিগ বেসবলের ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম্যাচে প্রচারিত হয়, যেখানে টরন্টো ব্লু জেস মুখোমুখি হয় লস অ্যাঞ্জেলেস ডজার্সের।
ট্রাম্প তার পোস্টে লেখেন, “ওই বিজ্ঞাপনটি তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু এটি প্রতারণা জেনেও তারা ইচ্ছা করেই সেটি ওয়ার্ল্ড সিরিজ চলাকালে প্রচার করেছে।”
তিনি লিখেছেন, “তাদের গুরুতর বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং শত্রুতাপূর্ণ আচরণের কারণে আমি কানাডার উপর বিদ্যমান শুল্কের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করছি।”
রয়টার্স লিখেছে, ট্রাম্প যখন এয়ার ফোর্স ওয়ানে করে মালয়েশিয়ার পথে ছিলেন, তখন তিনি শুল্ক নিয়ে এ পোস্ট করেন। পূর্ব এশিয়ায় মার্কিন প্রেসিডেন্টের প্রথম এ সফরের মূল বিষয়বস্তু হচ্ছে বাণিজ্য বিষয়ক আলোচনা।
এ বিষয়ে মার্কিন বাণিজ্য দপ্তর, হোয়াইট হাউজ এবং কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
অধিকাংশ কানাডীয় রপ্তানিপণ্য শুল্কমুক্ত
রয়টার্স লিখেছে, ট্রাম্পের নতুন ঘোষিত শুল্ক কোন পণ্যে প্রযোজ্য হবে তা এখনো স্পষ্ট নয়। অধিকাংশ কানাডীয় রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির (ইউএসএমসিএ) আওতায় থাকায় শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে।
ট্রাম্প প্রশাসন গত অগাস্টে এ চুক্তির বাইরে থাকা কানাডীয় পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে। তবে এ বছর ট্রাম্প সব দেশের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করায় কানাডার অর্থনীতি বড় ধাক্কা খায়।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে ফের আলোচনার জন্য অটোয়া প্রস্তুত রয়েছে। ট্রাম্প ও কার্নি উভয়ই মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন।
তবে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেছেন, সম্মেলনের ফাঁকে কার্নির সঙ্গে সাক্ষাতের তার কোনো পরিকল্পনা নেই।
কানাডার বর্তমান প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত পাল্টা শুল্কের বেশিরভাগ ইতোমধ্যে প্রত্যাহার করেছেন। কিন্তু হোয়াইট হাউসের উপদেষ্টা কেভিন হাসেট শুক্রবার বলেছেন, কানাডা নিয়ে ট্রাম্প ‘হতাশ’; বাণিজ্য আলোচনা ‘ভালো হচ্ছে না’।
অন্টারিও সরকারের বিজ্ঞাপনে রোনাল্ড রিগ্যানের কণ্ঠে বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপের সমালোচনা শোনা যায়। সেখানে বলা হয়—শুল্ক কর্মসংস্থানের ক্ষতি এবং বাণিজ্য যুদ্ধ ডেকে আনে।
ভিডিওটিতে রিগ্যানের পাঁচ মিনিটের এক ভাষণ থেকে পাঁচটি বাক্য কেটে সাজানো হয়েছে, যাতে মূল ভাষণের ধারাবাহিকতা রক্ষা করা হয়নি।
রিগ্যান মুক্ত বাণিজ্যে বিশ্বাসী হলেও কেন তার প্রশাসন জাপানের ওপর আরোপিত শুল্ককে ‘দুঃখজনক হলেও অনিবার্য’ ব্যতিক্রম হিসেবে দেখে, তার ব্যাখ্যা তুলে ধরা হয়েছিল ওই বক্তব্যে। তবে সেই কথা বিজ্ঞাপনে রাখা হয়নি।