নতুন ফিচারটি পাওয়া যাবে ইনস্টাগ্রাম স্টোরির উপরের ‘রিস্টাইল’ মেনুতে, যেখানে পেইন্টব্রাশ আইকনে ট্যাপ করলে এটি দেখা যাবে।
সংগৃহিত
মেটা এবার তাদের এআই-চালিত ফটো ও ভিডিও এডিটিং টুল সরাসরি নিয়ে আসছে ইনস্টাগ্রাম স্টোরিজে। এটি ব্যবহারকারীদের টেক্সট প্রম্পট ব্যবহার করে ছবি ও ভিডিওতে যে কোনো কিছু যোগ, বাদ বা পুরোপুরি পরিবর্তন করার সুযোগ দেবে।
এর আগে ইনস্টাগ্রামে মেটা এআই-এর মাধ্যমে কিছু ইমেজ এডিটিং ফিচার চালু ছিল, তবে তা সীমিত ছিল শুধু মেটা এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথনের মাধ্যমে। এবার স্টোরিজে সরাসরি টেক্সট প্রম্পট যোগ হওয়ায় এই ফিচারগুলো আরও সহজলভ্য হয়ে উঠছে সাধারণ ব্যবহারকারীদের জন্য।
প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, নতুন ফিচারটি পাওয়া যাবে ইনস্টাগ্রাম স্টোরির উপরের ‘রিস্টাইল’ মেনুতে, যেখানে পেইন্টব্রাশ আইকনে ট্যাপ করলে এটি দেখা যাবে। ব্যবহারকারী চাইলে ‘অ্যাড’, ‘রিমুভ’ বা ‘চেইঞ্জ’ অপশন বেছে নিয়ে প্রম্পট বারে কী পরিবর্তন চান তা লিখতে পারবেন।
উদাহরণ হিসেবে মেটা দেখিয়েছে ব্যবহারকারীরা চাইলে নিজেদের চুলের রং বদলাতে, মাথায় মুকুট যোগ করতে কিংবা পেছনে সূর্যাস্তের ব্যাকগ্রাউন্ড বসাতে পারেন।
এ ছাড়া কিছু প্রিসেট ইফেক্টস ও রাখা হয়েছে যা দিয়ে পোশাক পরিবর্তন বা ছবির সামগ্রিক স্টাইল বদলে ফেলা সম্ভব। যেমন ছবিতে সানগ্লাস বা বাইকার জ্যাকেট যোগ করা কিংবা ছবিটিকে জলরঙে আঁকা পেইন্টিংয়ের মতো ইফেক্টে বদলে ফেলা যাবে। ভিডিওর ক্ষেত্রেও একইভাবে বরফ পড়ার দৃশ্য বা আগুনের শিখা যোগ করা সম্ভব হবে।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে মেটা এআই ব্যবহার করবেন তারা স্বয়ংক্রিয়ভাবে মেটার এআই টার্মস অফ সার্ভিস মেনে নিচ্ছেন।
এই শর্ত অনুযায়ী, ব্যবহারকারীর আপলোড করা ছবি ও ভিডিওর ভেতরের উপাদান এবং মুখাবয়ব এআই দিয়ে বিশ্লেষণ করা হতে পারে। শর্তে আরও বলা আছে, মেটা ব্যবহারকারীর ছবির বিষয়বস্তু ‘সারাংশ তৈরি, পরিবর্তন বা ছবির ওপর ভিত্তি করে নতুন কনটেন্ট তৈরি’ করতে পারে।
বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে মেটা নিয়মিত নতুন এআই আপডেট চালু করছে। সম্প্রতি কোম্পানিটি ‘রাইট উইথ মেটা এআই’ নামে একটি নতুন প্রম্পট পরীক্ষা করছে যা ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের পোস্টে বুদ্ধিদীপ্ত মন্তব্য লিখতে সাহায্য করবে।
এর আগের মাসে মেটা ‘ভাইবস’ নামে নতুন এক এআই-জেনারেটেড ভিডিও ফিড চালু করে তাদের মেটা এআই অ্যাপে, যা অ্যাপটির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।
সিমিলারওয়েব-এর নতুন তথ্যে দেখা গেছে, অক্টোবর ১৭ তারিখ পর্যন্ত আইওএস ও অ্যান্ড্রয়েড মিলিয়ে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২৭ লাখ বেড়েছে যেখানে চার সপ্তাহ আগেও এই সংখ্যা ছিল প্রায় সাত লাখ ৭৫ হাজার।
অভিভাবকদের উদ্বেগ কমাতে মেটা চলতি মাসের শুরুতে আরও একটি ঘোষণা দিয়েছে। এখন থেকে অভিভাবকরা এআই চরিত্রের সঙ্গে চ্যাট নিষ্ক্রিয় করতে পারবেন এবং তাদের সন্তানরা মেটা এআই চ্যাটবটের সঙ্গে কী বিষয়ে কথা বলছে তা পর্যবেক্ষণ করতে পারবেন।
