প্রায় আধা ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে একপাশে অবস্থান নিলে রাজধানীর ব্যস্ত এ সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়।
সংগৃহিত
কলেজের সামনে অবৈধ পার্কিং এবং ফার্মগেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা ওই এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তারা রাস্তা অবরোধ করলে, বিজয় সরণি থেকে হোটেল সোনারগাঁও মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে চলাচলকারীরা।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথমে কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নিয়ে ধীরে ধীরে ফার্মগেইট এলাকায় এসে জড়ো হয়।”
প্রায় আধা ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে একপাশে অবস্থান নিলে রাজধানীর ব্যস্ত এ সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়।
ঘটনাস্থলে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, “শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তার পাশে সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।”
