হামলাকারীদের আঘাতে আহত হয়েছেন পাঁচজন।
সংগৃহিত
শরীয়তপুর সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় এক প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীদের আঘাতে আহত হয়েছেন পাঁচজন।
বুধবার রাতে উপজেলার ডোমসার ইউনিয়নের সুজনদোয়াল গ্রামে মালেয়শিয়া প্রবাসী রবিউল মাদবরের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পালং থানার ওসি হেলাল উদ্দিন।
রবিউল মাদবরের ভাই সবুজ মাদবর বলেন, জলিল ফকির ও রাসেল তালুকদার গংরা তাদের পরিবারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। কিন্তু তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার রাতে তাদের বাড়িতে হামলা করা হয়।
তিনি অভিযোগ করে বলেন, রাতে লাল সরিফ সিকদার, ইমান সিকদার, হারুন মাদবর, রবিন মাদবর, ফারদিনসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাট করে। এ সময় পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে আহত করে।
প্রবাসীর স্ত্রী চায়না আক্তার বলেন, হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ও গৃহস্থালী সামগ্রী নষ্ট করে এবং আলমারি থেকে টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।
তার দাবি, হামলাকারীরা স্বর্ণালংকার, নগদ ৭৫ হাজার টাকা এবং টিভি-ফ্রিজসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে জলিল ফকির ও রাসেল তালুকদারের সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ওসি হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
