পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইয়ারমুক গত সপ্তাহে পৃথক দুটি পালতোলা নৌকা আটক করে বিপুল পরিমাণ মাদক জব্দ করে।
সংগৃহিত
আরব সাগরে পালতোলা নৌকা থেকে ৯৭ কোটি ২০ লাখ ডলারেরও বেশি মূল্যের মাদক আটকের দাবি করেছে পাকিস্তানের একটি কর্তৃপক্ষ।
এই অভিযান পরিচালনা করা কম্বাইন্ড মেরিটাইম ফোর্স (সিএমএফ) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইয়ারমুক গত সপ্তাহে ৪৮ ঘণ্টার মধ্যে পৃথক দুটি পালতোলা নৌকা আটক করেছে।
বিবৃতিতে সিএমএফ বলেছে, “১৮ অক্টোবর ক্রুরা প্রথম নৌকায় উঠে এবং দুই টনেরও বেশি ক্রিস্টাল মেথামফেটামিন জব্দ করে। যেগুলোর আনুমানিক মূল্য ৮২ কোটি ২৪ লাখ ডলার। এর ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্রুরা দ্বিতীয় আরেকটি নৌকায় উঠে আর সেখান থেকে আরও ৩৫০ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন জব্দ করে, এগুলোর আনুমানিক মূল্য ১৪ কোটি ডলার। দ্বিতীয় এই নৌকাটি থেকে ৫০ কেজি কোকেনও জব্দ করা হয়, যার মূল্য এক কোটি ডলার।”
এতে আরও বলা হয়, ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া আল মাসমাক অভিযানে সিএমএফের অধীনস্ত সৌদি আরবের নেতৃত্বাধীন কম্বাইন্ড টাস্ক ফোর্স (সিটিএফ) ১৫০- এর সরাসরি সমর্থনে ইয়ারমুক কাজ করছে। এই নৌ অংশীদারিত্বে যুক্তরাষ্ট্রও অন্তর্ভুক্ত।
জব্দ মাদকগুলো পরীক্ষার করে নিশ্চিত হওয়ার জন্য ইয়ামুক জাহাজে নিয়ে যাওয়া হয় আর পরে সেগুলো নষ্ট করে ফেলা হয়।
তারা জানিয়েছে, যে দুটি নৌকা আটক করা হয়েছে সেগুলো ‘রাষ্ট্রবিহীন বলে চিহ্নিত’ হয়েছে। নৌকাগুলো কোথা থেকে রওনা হয়েছিল আর তাদের গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।
সিএমএফের এই অভিযানের টাস্কফোর্স কমান্ডার সৌদি রাজকী নৌবাহিনীর কমোডোর ফাহাদ আলজোয়াদ বলেছেন, “এটি সিএমএফের অন্যতম সবচেয়ে সফল মাদক উদ্ধারের ঘটনা।”
