“সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্য্ক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেটাও নিষিদ্ধ রাখতে হবে।”
সংগৃহিত
সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির (পিআর) নামে কেউ কেউ নির্বাচন ‘ভণ্ডুলের ষড়যন্ত্র করছে’ অভিযোগ করে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আমান উল্লাহ আমান।
মঙ্গলবার সকালে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কথা বলছিলেন।
তিনি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জাতীয়ভাবে যারা সেইদিন ফ্যাস্টিসবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে যদি অনৈক্য হয় তাহলে ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে।
“কেউ কেউ পিআর পদ্ধতির নামে এই নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমি আহ্বান জানাব, এই ব্যাপারে সকলকে সর্তক থাকার।”
তিনি বলেন, “ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে নতুন করে শপথ নিতে হবে যে, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা বিচার হতে হবে। সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্য্ক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেটাও নিষিদ্ধ রাখতে হবে।”
জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেমোক্র্যাটিক লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এই স্মরণসভার আয়োজন করে সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদ।
‘নাশকতার মূল হোতা শেখ হাসিনা’
শেখ হাসিনার বিচার কেন দ্রুত করতে হবে তার কারণ ব্যাখ্যা করে আমান উল্লাহ আমান বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিবেশী দেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার, নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা সেখান থেকে দেশে তার দোসরদের দিয়ে এই ষড়যন্ত্র করাচ্ছে।
“আপনারা দেখবেন, বিভিন্ন জায়গায় নাশকতা হচ্ছে। এসব পতিত ফ্যাসিস্টদের নাশকতা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আগুন, বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড কেন এসব হচ্ছে? এসব নাশকতার মূল হোতা শেখ হাসিনা। অতএব অন্তবর্তীকালীন সরকারকে আহ্বান জানাব, ফ্যাসিস্টদের এবং তাদের বিচার দ্রুত করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা এবং ষড়যন্ত্রকারীরা যাতে এই ধরণের নাশকতা না ঘটাতে পারে সেজন্য সরকারকে সর্তক সজাগ থাকতে হবে।”
‘নির্বাচন বানচালকারীদের জনগণই রুখবে’
আমান উল্লাহ আমান বলেন, “প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। ইনশাল্লাহ আমরা মনে করি,সেই নির্বাচন হবে।”
এই নির্বাচন কেউ ‘রুখতে পারবে না’ বলে মন্তব্য করেছেন আমান।
“যারা এই নির্বাচন বানচাল করতে যাবে, জনগণ তাদেরকে রুখে দেবে। আজকের স্মরণ সভায় আমরা এই শপথ নেব, আমরা সকলে এক হয়ে জাতীয় নির্বাচন করব, জনগণ নির্ভয়ে ভোট দিতে যাবে, নির্ভয়ে তার পছন্দসই প্রার্থীকে ভোট দেবে। জনগণ তার পছন্দের একটি সরকার তৈরি করবে যারা একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠঅ করবো।”
সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদের আহ্বায়ক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব খোকন চন্দ্র দাসের সঞ্চালনায় এই স্মরণ সভায় ফারুক রহমান, আবদুল্লাহ আল হারুন, মাহবুবুল আলমসহ আরো কয়েকজন নেতা বক্তব্য রাখেন।
