“সেই জীবন আবু সাঈদ ও শহীদরা মেনে নিতে প্রস্তুত ছিলেন না,” বলেন তিনি।
Published : 02 Aug 2025, 12:08 AM
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে ‘বেঁচে থেকেও মরে যাওয়ার মত জীবন’ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তিনি বলেছেন, “সেই জীবন আবু সাঈদ ও শহীদরা মেনে নিতে প্রস্তুত ছিলেন না। তাই বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন পুলিশের গুলির সামনে।”
শুক্রবার বিকালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের গণসমাবেশে তিনি এ কথা বলেন।
সাকি বলেন, “শেখ হাসিনা লুটপাটের বন্দোবস্ত করতে যেয়ে পুরো রাষ্ট্রকেই দুর্নীতিগ্রস্ত করে ফেলেছিল। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হলে এই দুর্নীতির পথ বন্ধ করতে হবে।”
তিনি বলেন, “একাত্তরের শহীদদের রক্তের ঋণ বাংলাদেশ শোধ করতে পারেনি গত ৫৪ বছরে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি একাত্তর ও চব্বিশের শহীদদের ঋণ পরিশোধের সংগ্রাম আমরা করব। মানুষের ঐক্য ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। মানুষের ঐক্যই শহীদের রক্তের ঋণ শোধ করার বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব।”
সমাবেশে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, নারী সংহতির সভাপ্রধান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্যামলী শীল বক্তব্য দেন।