গত অগাস্টে সাইবার হামলার শিকার হয় জাগুয়ার ল্যান্ড রোভার। ফলে কোম্পানিটির গাড়ি তৈরির কাজ ও বিক্রির বিভিন্ন পরিষেবা ‘মারাত্মকভাবেভাবে ব্যাহত’ হয়েছিল।
সংগৃহিত
ভারতের টাটা মোটর্স মালিকানাধীন জাগুয়ার ল্যান্ড রোভারের ওপর সাইবার হামলাটি ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক ক্ষতির কারণ হতে যাচ্ছে বলে অনুমান গবেষকদের।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে অলাভজনক সাইবার সুরক্ষা সংগঠন ‘সাইবার মনিটরিং সেন্টার’ বা সিএমসি বলেছে, গত অগাস্টে হওয়া এ সাইবার হামলার ঘটনায় ব্রিটিশ অর্থনীতিতে প্রায় দুইশো ৫৫ কোটি ডলার ক্ষতি হয়েছে। এ হামলার প্রভাব পড়েছে ব্রিটেনের পাঁচ হাজারেরও বেশি প্রতিষ্ঠানের ওপর।
রয়টার্স লিখেছে, সিএমসির এ প্রতিবেদনটি তৈরি করেছেন বিভিন্ন শিল্পক্ষেত্রের বিশেষজ্ঞরা, যার মধ্যে রয়েছেন ব্রিটেনের ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার’ বা এনসিএসসি’র সাবেক প্রধানও।
প্রতিবেদনটি সতর্ক করে বলেছে, জাগুয়ার ল্যান্ড রোভার গাড়ির উৎপাদন যদি হ্যাকিংয়ের আগের স্বাভাবিক স্তরে ফিরে আসতে দেরি হয় তবে এই ক্ষতির আকার আরও বাড়তে পারে।
সিএমসি’র প্রতিবেদনে আরও উঠে এসেছে, “এটি সম্ভবত যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি ঘটানো সাইবার হামলা ঘটনা। এত বেশি আর্থিক ক্ষতির মূল কারণ, জাগুয়ার ল্যান্ড রোভার গাড়ির উৎপাদন বন্ধ ও তাদের সরবরাহকারীদের যন্ত্রাংশ উৎপাদন কার্যক্রমে বিপর্যয়।”
প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর এ মাসের শুরুতে ধীরে ধীরে গাড়ি উৎপাদন পুনরায় শুরু করেছে জাগুয়ার ল্যান্ড রোভার। এ হামলায় তাদের উৎপাদন পুরোপুরি থেমে গিয়েছিল।
রয়টার্স লিখেছে, জাগুয়ার ল্যান্ড রোভারের ব্রিটেনে তিনটি কারখানা রয়েছে, যেখানে প্রতিদিন প্রায় এক হাজার গাড়ি তৈরি হয়। উৎপাদন বন্ধ থাকায় এ সময় গাড়ি উৎপাদন সম্ভব হয়নি, যার ফলে আর্থিক ক্ষতি হয়েছে অনেক বেশি।
সাইবার হামলাটি ছিল এ বছরে ব্রিটেনের বড় বিভিন্ন কোম্পানিকে লক্ষ্য করে চালানো একাধিক আলোচিত হ্যাকিংয়ের ঘটনার অন্যতম। এর আগে, এপ্রিলে খুচরা বিক্রেতা কোম্পানি ‘মার্কস অ্যান্ড স্পেন্সার’-এর অনলাইন সেবা হ্যাকিংয়ের কারণে প্রায় দুই মাস বন্ধ ছিল, যার ফলে কোম্পানিটির প্রায় চার কোটি ডলার আর্থিক ক্ষতি হয়।
বিশ্লেষকরা বলছেন, সাইবার হামলার কারণে উৎপাদন বন্ধ থাকায় জাগুয়ার ল্যান্ড রোভার প্রতি সপ্তাহে প্রায় পাঁচ কোটি পাউন্ড ক্ষতির মুখে পড়ছে।
এ পরিস্থিতিতে সরবরাহকারীদের সহায়তা করতে এ বছরের সেপ্টেম্বরে জাগুয়ার ল্যান্ড রোভারকে দেড়শ কোটি পাউন্ড মূল্যের ঋণ গ্যারান্টি দিয়েছে ব্রিটিশ সরকার।
