কিয়ারার পড়াশোনা মুম্বাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।
Published : 02 Aug 2025, 08:25 AM
সিনেমায় নাম লেখানোর পর অভিনেতা-অভিনেত্রীদের নিজের আসল নাম বদলের বিষয়টি নতুন নয়। তবে ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী কিয়ারা আদভানিকে যে কারণে নাম বদলাতে হয় ইন্ডাস্ট্রিতে এসে, সেটি খানিকটা ভিন্ন।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, কিয়ারার মূল নাম আলিয়া আদভানি। কিন্তু কিন্তু আলিয়া ভাট নামে আরেকজন অভিনেত্রী আরও আগে থেকেই কাজ করছেন বলিউডে, তাই নিজের নাম বদলে কিয়ারা রাখেন তিনি।
‘শেরশাহ’ সিনেমা করে রাতারাতি সাড়া তোলা কিয়ারার ৩৪তম জন্মবার্ষিকী গেছে সোমবার। এবারে জন্মতিথি অন্য বারের তুলনায় আলাদাভাবে ধরা দিয়েছে নায়িকার। কারণ কিছুদিন আগে মেয়ের মা হয়েছেন কিয়ারা।
কিয়ারার কথায়, ‘‘আমার সব থেকে বিশেষ জন্মদিন এটা। ভালবাসায় পরিপূর্ণ। আমার সন্তান, আমার স্বামী, আমার বাবা-মাকে নিয়ে নতুন একটা বছরে পা দিচ্ছি। আশীর্বাদ করবেন।’’
কিয়ারার পড়াশোনা মুম্বাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। ২০১৪ সালে ‘ফাগলি’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় কিয়ারার।
তিনি আলোচনায় আসেন এম এস ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে। এছাড়া সামলোচকের চোখে ধরা পড়েন করণ জোহরের ‘লাস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেন।
‘গুড নিউজ’, ‘ভুল ভুলাইয়া ২’, ‘সত্যপ্রেম কি কথা’সহ আরও কিছু ব্যবসাসফল সিনেমা কিয়ারা বক্স অফিসকে এনে দিলেও ‘শেরশাহ’ সিনেমাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
২০২১ সালে এ সিনেমা করতে গিয়েই সহঅভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম হয় কিয়ারার। সেই প্রণয় থেকে দুজনে ঘর বাঁধেন ২০২৩ সালে।
গেল ১৬ জুলাই সিদ্ধার্থ ও কিয়ারা যৌথভাবে সোশাল মিডিয়া জানিয়েছিলেন, তাদের কন্যা সন্তান পৃথিবীতে এসেছে। মা হওয়ার পর কিয়ারা এখন আছেন মাতৃত্বকালীন বিরতিতে।
অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে দেখা যাবে কিয়ারাকে। সিনেমাটি ১৪ অগাস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
মেয়েকে নিয়ে ব্যস্ত থাকায় এই সিনেমার প্রচারেও কিয়ারাকে দেখা যায়নি।