মেটা ব্যবহারকারীকে মনে করিয়ে দেবে, কখনো ব্যাংক ট্রান্সফার বা গিফট কার্ড পাঠানো উচিত নয়। কারণ অর্থ হাতিয়ে নিতে এগুলোই প্রতারকরা সবচেয়ে বেশি ব্যবহার করে।
সংগৃহিত
ব্যবহারকারীদের অনলাইন প্রতারণা থেকে সুরক্ষা দিতে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে নতুন টুল চালু করছে অ্যাপ দুটির মূল কোম্পানি মেটা।
কোম্পানিটি বলেছে, ২০২৫ সালের শুরু থেকে মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিপিন্সে চিহ্নিত প্রতারণামূলক বিভিন্ন কেন্দ্রের সঙ্গে জড়িত প্রায় ৮০ লাখ অ্যাকাউন্ট ‘শনাক্ত ও বন্ধ করেছে’ তারা। বৈধ কোম্পানির গ্রাহক সেবার নাম ব্যবহার করে মানুষকে ঠকানোর চেষ্টা করছিল এমন ২১ হাজারেও বেশি ফেইসবুক পেইজ মুছে দিয়েছে মেটা।
তবে কোম্পানিটি বলেছে, এখনো অনেক কাজ বাকি, বিশেষ করে বয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষার ক্ষেত্রে। কারণ তারা প্রযুক্তি বিষয়ে তেমন অভিজ্ঞ নন এবং প্রতারকদের নতুন কৌশল সহজে বুঝতেও পারেন না।
এনগ্যাজেট লিখেছে, হোয়াটসঅ্যাপে ব্যবহারকারী যদি ভিডিও কলের সময় স্ক্রিন এমন কারও সঙ্গে শেয়ার করতে যান যিনি তার কনটাক্ট লিস্টে নেই তবে সতর্কবার্তা দেখাবে অ্যাপটি। কারণ ব্যক্তিগত ও গোপন তথ্য, যেমন ব্যাংকিং তথ্য চুরি করতে প্রতারকরা প্রায়ই মানুষকে স্ক্রিন শেয়ার করতে প্ররোচিত করে।
মেটা বলেছে, এ সতর্কবার্তায় স্পষ্টভাবে জানানো হবে কেবল বিশ্বাসযোগ্য ব্যক্তির সঙ্গেই স্ক্রিন শেয়ার করা উচিত। কারণ এতে ব্যবহারকারী নিজের ফোনে যা কিছু দেখছেন সবই দেখতে পারবেন অপর পক্ষ।
এদিকে, মেসেঞ্জার চ্যাটিংয়ে উন্নত স্ক্যাম শনাক্তের টুল পরীক্ষামূলকভাবে চালু করেছে মেটা। কোনো ব্যবহারকারী যদি সন্দেহজনক বা প্রতারণামূলক বার্তা পান তবে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা দেখাবে অ্যাপটি, যাতে লেখা থাকবে, এই বার্তাটি সন্দেহজনক ও চাইলে বার্তাটি মেটার কাছে পাঠিয়ে এআই পর্যালোচনা করাতে পারেন।
কোম্পানিটির এআই যদি বুঝতে পারে বার্তাটি স্ক্যাম বা প্রতারণার ঝুঁকি রয়েছে তবে ব্যবহারকারীকে একটি তালিকা দেখানো হবে, যেখানে সাধারণ প্রতারণার কিছু চিহ্ন থাকবে, যেমন– অর্থের বিনিময়ে চাকরির প্রস্তাব, দ্রুত অর্থ উপার্জনের প্রতিশ্রুতি এবং বাসা থেকে করা যায়– এমন চাকরি।
এ ছাড়া, মেটা ব্যবহারকারীকে মনে করিয়ে দেবে, কখনোই ব্যাংক ট্রান্সফার বা গিফট কার্ড পাঠানো উচিত নয়। কারণ অর্থ হাতিয়ে নিতে এগুলোই প্রতারকরা সবচেয়ে বেশি ব্যবহার করে।
শেষে থাকবে সেই বার্তা প্রেরকের অ্যাকাউন্ট রিপোর্ট ও ব্লক করার অপশন, যাতে ব্যবহারকারীরা চাইলে সঙ্গে সঙ্গে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন।
তবে এসব নতুন সতর্কতামূলক টুল কবে থেকে চালু হবে তা জানায়নি মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টাটি।
আপাতত ব্যবহারকারীদের দ্রুত পরিচয় যাচাইয়ের জন্য পাসকি সেট আপ ও কোম্পানিটির নিজস্ব নিরাপত্তা সেটিংস ব্যবহার ও পাসওয়ার্ড আপডেট করতে উৎসাহিত করছে মেটা।
