২০০৬ সালের ২৬ অগাস্ট ভোরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ঘুমন্তাবস্থায় আতিকুর রহমান আতিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
সংগৃহিত
জামালপুরে ১৯ বছর আগে এক মাদ্রাসা ছাত্রকে হত্যার দায়ে দুই জনকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত। যারা ঘটনার সময় কিশোর ছিলেন।
বুধবার দুপুরে জামালপুর শিশু আদালত-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফজলুল হক।
নিহত আতিকুর রহমান আতিক (১৮) দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের আহম্মদ আলীর ছেলে। ২০০৬ সালের ২৬ অগাস্ট ভোরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ঘুমন্তাবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পিপি ফজলুল হক বলেন, আতিক উপজেলার বানিয়ানীচর পশ্চিম পাড়ায় আফতারিয়া হাফেজিয়া মাদ্রাসায় হাফেজ শেষ বর্ষের আবাসিক ছাত্র ছিলেন। একই মাদ্রাসার ১৬ বছর বয়সি দুই আবাসিক ছাত্র তাকে ছুরিকাঘাতে হত্যা করে।
ওইদিনই নিহতের বড় ভাই বাবু মিয়া দুই কিশোরকে আসামি করে দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
পিপি ফজলুল আরও বলেন, “দীর্ঘ সময় ধরে চলা বিচারকাজে আদালতে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে। এরমধ্যে গত ১৬ অক্টোবর দুই আসামি আদালতে হাজির হলে তাদের কারাগারে পাঠায় বিচারক।
“সবশেষে বুধবার দুপুরে মাদ্রাসা ছাত্রকে হত্যার দায়ে দুইজনকে ১০ বছরের আটকাদেশ দেন বিচারক।”
