জামাল ভূঁইয়া “ইকোফ্লোর সঙ্গে কাজ করে স্মার্ট এনার্জি সল্যুশনকে আমরা সবার দোঁরগোড়ায় পৌঁছে দিতে চাই।”
সংগৃহিত
পোর্টেবল পাওয়ার সল্যুশন ব্র্যান্ড ইকোফ্লোয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের হক সেন্টারের ইয়ামাহা ফ্লাগশিপ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে জামাল ভূঁইয়া কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে চুক্তি স্বাক্ষর করেন জামাল ভুঁইয়া।
ইকোফ্লো বাংলাদেশের একমাত্র পরিবেশক এসিআই মটরস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এসিআই মটরস বলছে, ইকোফ্লো বাংলাদেশ সম্প্রতি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। এসিআই মটরস এই টেক কোম্পানির একমাত্র পরিবেশক হিসেবে চুক্তি সম্পাদন করেছে।
ইকোফ্লা ও এসিআই মটরসের এই উদ্যোগের সঙ্গে এবার যুক্ত হলেন অধিনায়ক জামাল ভুঁইয়া।
এসিআই মটরস মনে করছে, তাদের এবং ইকোফ্লোর এই অংশীদারিত্ব বাংলাদেশে প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও স্বয়ংসম্পূর্ণ শক্তি ব্যবস্থার দিকেই একটি দৃঢ় পদক্ষেপ।
জামাল ভুঁইয়া ইকোফ্লোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সার্বিক প্রচার ও প্রসারের জন্য কাজ করবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসিআই মটরসের চিফ বিজনেস অফিসার আসিফ উদ্দিন, ডেপুটি বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি, ইকোফ্লোর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার তানভীর আহমেদ তানিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসিআই মটরসের চিফ বিজনেস অফিসার আসিফ উদ্দিন বলেন, “জামাল ভূঁইয়া দেশের তরুণ প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক। তার নেতৃত্ব, অধ্যবসায় ও দায়িত্বশীলতার সঙ্গে ইকোফ্লো’র ‘স্মার্ট, ক্লিন, পোর্টেবল এনার্জি’ ভিশনের চমৎকার মিল রয়েছে। আমরা বিশ্বাস করি, এই সহযোগিতা বাংলাদেশের টেকসই শক্তির সমাধানকে আরও জনপ্রিয় করবে।”
জামাল ভূঁইয়া বলেন, “বাংলাদেশের ঘর-বাড়ি, ছোট ব্যবসা ও আউট-ডোর লাইফস্টাইলে নিরবচ্ছিন্ন ও পরিবেশবান্ধব শক্তি এখন প্রয়োজনের নাম। ইকোফ্লো’র সঙ্গে কাজ করে স্মার্ট এনার্জি সল্যুশনকে আমরা সবার দোঁরগোড়ায় পৌঁছে দিতে চাই।”
এসিআই মটরসের ডেপুটি বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি আরও বলেন, “লোডশেডিং কিংবা অফ-গ্রিড পরিস্থিতিতে নির্ভরযোগ্য ব্যাকআপ এখন গেম-চেঞ্জার। জামাল ভূঁইয়ার সঙ্গে আমাদের এই যাত্রা গ্রাহকদের সচেতনতা ও গ্রহণযোগ্যতাকে নতুন মাত্রা দেবে।”
ইকোফ্লোর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার তানভীর আহমেদ তানিম বলেন, “ইকোফ্লোর দ্রুত চার্জিং প্রযুক্তি, সোলার ইন্টিগ্রেশন ও নিরাপদ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম- সব মিলিয়ে একটি স্মার্ট ইকোসিস্টেম। আমরা ব্যবহারকারীদের জন্য আরও উদ্ভাবনী সল্যুশন নিয়ে আসছি।”
