তাদের ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে চিঠিতে।
গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও সংগঠনের কার্যক্রমে শৈথিল্য দেখানো এবং বিশৃঙ্খলা তৈরির অভিযোগে ফরিদপুর জেলা যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তারা হলেন- জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।
সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
শোকজের ওই চিঠিতে জেলা যুবদলের সভাপতি ও সম্পাদককে বলা হয়, “আপনারা, যথাক্রমে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও জেলা যুবদলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় শৈথিল্য প্রদর্শন করায় সংগঠনে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে মর্মে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।
“এমতাবস্থায়, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী এহেন কর্মকাণ্ডের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।”
দলের পক্ষ থেকে শোকজ প্রসঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে জেলা যুবদল এমন কোনো কর্মকাণ্ড করেনি যার কারণে শোকজ পেতে পারি।”
তিনি বলেন, “দলের নাম ব্যবহার করে কেউ যদি কোন অন্যায় করে দার দায়িত্ব জেলা যুবদল নেবে না।”
এর আগে রোববার বিকালে সদর উপজেলার পরমানন্দপুরে গণসংযোগের সময় যুবদলের ব্যানারে এ কে আজাদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।
এ সময় হামলাকারীরা দুটি গাড়ি ভাঙচুর করে। তবে পুলিশের হস্তক্ষেপে বড় কোনো ঘটনা ঘটেনি।
পরে এ কে আজাদ তার গাড়িবহর নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানায় পুলিশ। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে জেলা যুবদল।
ঘটনার একদিন পরে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।
সংগৃহিত
