আগামী ২১ তারিখ মঙ্গলবার মধ্যরাতে, অর্থাৎ ২২ তারিখ সূর্য উদয়ের আগ পর্যন্ত দক্ষিণ আকাশে দেখা যাবে ‘ওয়াওনিড’ নামের উল্কাপাত।
মহাজাগতিক বর্ণিল এক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবীবাসী। এই শরতে প্রকৃতি তার নিজস্ব এক অসাধারণ প্রদর্শনী উপহার দিচ্ছে আমাদের, যেখানে বাংলাদেশ থেকে দেখা যাবে উল্কাপাত।
১৯৮৬ সালে হ্যালির ধূমকেতুর দেখা পেয়েছিল পৃথিবীরবাসী। ধূমকেতু নিজের কক্ষপথে চলতে চলতে কিছু পদচিহ্ন রেখে যায়। সেসব পদচিহ্ন থেকেই তৈরি হয় উল্কাপাত।
ধূমকেতু কি?
ধুমকেতু ধুলা, বরফ ও গ্যাসের তৈরি এক মহাজাগতিক বস্তু, যা সূর্যের খুব কাছ দিয়ে ভ্রমণের সময় পাতলা, ক্ষণস্থায়ী বায়ুমণ্ডল ও লেজ প্রদর্শন করে। ধূমকেতুর নিউক্লিয়াসের ওপর সূর্যের বিকিরণ ও সৌরবায়ুর প্রভাবের কারণে সূর্যের বিপরীত দিকে লম্বা লেজের মতো এক রেখা তৈরি করে। এটিই ধূমকেতুর সবচেয়ে চেনা বৈশিষ্ট্য।
ধূমকেতু প্রস্থে কয়েকশ মিটার থেকে দশ কিলোমিটার ও এর লেজ দৈর্ঘ্যে কয়েকশ কোটি কিলোমিটার পর্যন্ত হতে পারে।
উল্কাপাত কি?
ধূমকেতু যখন সূর্যের কাছাকাছি আসে, উত্তাপের ফলে জমাট বদ্ধ বস্তুটি বাষ্পীয় বস্তুতে পরিণত হয়। সে সময় ধূমকেতুর নিউক্লিয়াসে থাকা ধূলা ও ক্ষুদ্র ক্ষুদ্র পাথুরে বিভিন্ন কণা পথেই রয়ে যায়।
পথে রয়ে যাওয়া ধূলা ও ক্ষুদ্র ক্ষুদ্র পাথুরে এসব কণা পৃথিবীর কাছ দিয়ে ভ্রমণের সময় আমাদের গ্রহটির আকর্ষণে কাছে চলে আসে। ফলে ভূপৃষ্ঠের দিকে যাত্রার সময় বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায় এসব কণার। এগুলো সাধারণত ছোট হয় বলে জ্বলতে জ্বলতে ভূপৃষ্ঠের কাছে আসবার আগেই আকাশে ছাই হয়ে যায়। সেগুলোকেই আমরা উল্কাপাত হিসেবে দেখি।
দেশের আকাশে দেখা যাবে
২১ অক্টোবর মঙ্গলবার দিবাগত মধ্যরাতে, অর্থাৎ ২২ তারিখ সূর্য উদয়ের আগ পর্যন্ত দক্ষিণ আকাশে দেখা যাবে ‘ওয়াওনিড’ নামের উল্কাপাত। এবার উল্কাপাতের পুরোটা সময়েই আকাশে চাদেঁর দেখা মিলবে। ফলে চাঁদের আলোতে এবারের উল্কাপাত ভালোভাবে দেখা যাবে না।
তারপরও আমরা দেখবার চেষ্টা করতে পারি। মেঘমুক্ত আকাশ থাকা সাপেক্ষে মঙ্গলবার রাত ১০ টা থেকে ভোর ৫টা পর্যন্ত উল্কাপাত দেখার সুযোগ মিলবে কলাবাগান ক্রীড়া চক্র খেলার মাঠে (কলাবাগান বাস স্ট্যান্ড সংলগ্ন)।
কলাবাগান ক্রীড়া চক্রের সহযোগিতায় এ আয়োজনটি করছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন।
উল্কাপাত দেখার জন্য সঙ্গে করে আনতে পারেন মাঠে বিছিয়ে বসার জন্য পাটি বা চাদর, ফ্ল্যাক্সে করে চা/কফি, খাবার পানি, রাতে খাবারের জন্য কেক/বিস্কুট/ফল বা অন্য কোন খাবার এবং নিজস্ব কোনো টেলিস্কোপ থাকলে সেটিও সঙ্গে আনতে পারেন।
সংগৃহিত
