এ মডিউলার রিঅ্যাক্টর সাধারণ পারমাণবিক চুল্লির তুলনায় আকারে ছোট হলেও এতে এমন নকশা রয়েছে, যার কর্মক্ষমতা ধাপে ধাপে বাড়ানো যায়।
হতে সংগৃহিত
নতুন ধরনের পারমাণবিক রিঅ্যাক্টর তৈরির পরিকল্পনা করেছে অ্যামাজন। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে তৈরি হতে যাওয়া ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে একটির নকশা প্রকাশ করেছে অ্যামাজন।
কোম্পানিটির এআই ও ক্লাউড সেবার জন্য প্রচুর বিদ্যুৎ দরকার। এই চাহিদা পূরণে পরিবেশবান্ধব শক্তির উৎস হিসেবে পারমাণবিক শক্তিতে বিনিয়োগ করছে মার্কিন ই কমার্স জায়ান্টটি।
গত বছর পারমাণবিক শক্তি প্রকল্প নির্মাণে সহযোগিতার জন্য চুক্তির পর এখন অ্যামাজন বলেছে, ওয়াশিংটন অঙ্গরাজ্যের রিচল্যান্ড শহরে ছোট আকারের একটি পারমাণবিক চুল্লি বা মডিউলার নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানাবে তারা।
অ্যামাজন এ প্রকল্পে ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিদ্যুৎ সংস্থা ‘এনার্জি নর্থওয়েস্ট’ ও ‘এসএমআর’-এর নির্মাতা ‘এক্স-এনার্জি’র সঙ্গে মিলে ‘ক্যাসকেড অ্যাডভান্সড এনার্জি ফ্যাসিলিটি’ নামের বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
এ মডিউলার রিঅ্যাক্টর সাধারণ পারমাণবিক চুল্লির তুলনায় আকারে ছোট হলেও এতে এমন নকশা রয়েছে, যার কর্মক্ষমতা ধাপে ধাপে বাড়ানো যায় এবং এর থেকে সর্বোচ্চ ৯৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
অ্যামাজন ‘ক্যাসকেড’ প্রকল্পের প্রথম ধাপে চারটি মডিউলার রিঅ্যাক্টর নির্মাণে সাহায্য করবে, যেগুলো প্রাথমিকভাবে ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। পরবর্তীতে প্রকল্পটি বাড়িয়ে ১২টি ইউনিট পর্যন্ত করা যেতে পারে, যাতে সর্বোচ্চ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়।
কোম্পানিটি বলেছে, এ প্রকল্পের নির্মাণকাজ চলতি দশক শেষ হওয়ার আগেই শুরু হবে। প্রকল্পটির পুরো কার্যক্রম শুরুর সম্ভাবনা রয়েছে ২০৩০-এর দশকে।
তবে এ খাতে অ্যামাজন একাই নয়, আরও অনেক বড় প্রযুক্তি কোম্পানিও নিজেদের এআই কার্যক্রম চালাতে পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে।
গত বছরের অক্টোবরে ‘কাইরস পাওয়ার’ নামে এক পারমাণবিক শক্তি কোম্পানির সঙ্গে পার্টনারশিপ করে যুক্তরাষ্ট্রজুড়ে সাতটি ছোট মডিউলার রিঅ্যাক্টর নির্মাণের পরিকল্পনা নিয়েছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।
এর এক মাস পর পারমাণবিক শক্তিচালিত এক এআই ডেটা সেন্টার বানানোর উদ্যোগ নিয়েছে ফেইসবুকের মূল কোম্পানি মেটাও। তবে তাদের ওই প্রকল্পের জায়গায় এক বিরল প্রজাতির মৌমাছির দেখা মেলায় কোম্পানিটির পরিকল্পনা আপাতত আটকে গিয়েছে।