আটক দুজনের কাছ থেকে সাত কেজি গাঁজা জব্দের কথা জানিয়েছে পুলিশ।
হতে সংগৃহিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে সাত কেজি গাঁজাসহ এক নারীসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। যারা সম্পর্কে ভাই-বোন।
সোমবার সকালে উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি রতেপ চন্দ্র দাশ।
আটকরা হলেন- আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার পূর্বপাড়া সৈয়দ বাড়ির প্রয়াত খুরশিদ আলমের ছেলে কবির হোসেন (২৮) এবং মেয়ে আরিফা আক্তার (৩০)।
দুপুরে গোয়েন্দা পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন খবর পেয়ে সকাল সোয়া ৭টার দিকে সুলতানপুর এলাকায় অভিযান চালায় ডিবি। এ সময় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। পরে তাদের কাছে পাওয়া ব্যাগ তল্লাশি করে সাত কেজি গাঁজা জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
