এক কিশোর মাছ শিকারের সময় মরদেহ ভাসতে দেখে চিৎকার করে ওঠে।
হতে সংগৃহিত
নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজার এলাকায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে ১২টার দিকে সদর উপজেলা ভূমি অফিস গংলগ্ন ভুলুয়া কলোনির পুকুর থেকে মরদেরটি উদ্ধার করা হয় বলে সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানিয়েছেন।
মৃত ২৫ বছর বয়সী মো. তারেক নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অহিদ উদ্দিন পলাশের বাড়ির অটোরিকশা চালক জাহাঙ্গীর আলমের ছেলে।
তার মরদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, শনিবার ভোর রাত থেকে পরিবারের লোকজন তারেকের সন্ধান পাচ্ছিল না। রোববার রাত ১১টার দিকে স্থানীয় এক কিশোর ভুলুয়া কলোনির পুকুরে মাছ শিকারের সময় মরদেহ ভাসতে দেখে চিৎকার করে ওঠে।
পরে লোকজন থানায় খবর দিলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীরের উপস্থিতিতে পুলিশ পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় তারেকের স্বজনরা তার মরদেহ সনাক্ত করেন। তার নাকে, মুখে ও কপালে রক্তাক্ত ক্ষত দেখা গেছে।
ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার ভোর রাতের দিকে ভুলুয়া কলোনির পুকুর পাড়ে সুপারি গাছে ওঠেন তারেক। এরপর গাছ থেকে সুপারি নিয়ে নামার সময় পড়ে যান তিনি।
এ সময় দিঘির ঘাটলার সঙ্গে লেগে তার কপালে ও মুখে গুরুতর জখম হয়। পরে সেখানেই তার মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
