দিল্লির এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি।
হতে সংগৃহিত
পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং রাজনীতিক রাঘব চাড্ডা।
এনডিটিভি লিখেছে, দিল্লির এক বেসরকারি হাসপাতালে শনিবার রাতে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি।
ইনস্টাগ্রামে এক যৌথ পোস্টে পরিণীতি ও রাঘব লিখেছেন, “ অবশেষে সে এসে গেছে, আমাদের ছোট্ট ছেলে।
“আমরা সত্যিই আমাদের আগের জীবনটা মনে করতে পারছি না। আমাদের হাত ও হৃদয় ভরে গেছে। প্রথমে আমরা কেবল পরস্পরের জন্য ছিলাম। এখন আমাদের সবকিছু আছে।”
আয়ুষ্মান খুরানা, প্রিয়াঙ্কা চোপড়া, কৃতি শ্যাননসহ বলিউডের আরও অনেকে সোশাল মিডিয়ায় নতুন বাবা-মাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।
কয়েক দিন আগে পরিণীতিকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই ভক্তকূল সুখবর শোনার অপেক্ষায় ছিলেন।
গেল অগাস্টে সন্তান আসার ঘোষণা দিয়েছিলেন পরিণীতা।
পরিণীতি ও রাঘব প্রেম করেছেন ‘লন্ডন স্কুল অব ইকোনমিকসে’ একসঙ্গে পড়াশোনা করার সময়। এরপর ২০২৩ সালে পাঞ্জাবি রীতি মেনে একে অন্যের সঙ্গে গাঁটছড়া বাঁধেন পরিণীতি ও রাঘব।
যশরাজ ফিল্মসে মার্কেটিংয়ের কাজ করতে করতে ২০১১ সালে সিনেমার পর্দায় অভিষেক পরিণীতির। তবে ব্যতিক্রমী চরিত্রে আগ্রহ বেশি দেখা গেছে এই অভিনেত্রীর। তবে বিয়ের পর থেকে সিনেমা জগতের সঙ্গে কিছুটা দূরত্ব রেখেই চলছেন পরিণীতি।
আম আদমি পার্টির নেতা ৩৭ বছর বয়সী রাঘব চাড্ডার রাজনীতিতে আসা ২০১১ সালে। সে সময় সমাজকর্মী আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনের সময় অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তার পরিচয় হয়। এরপর নানা ধাপ উৎরে ২০২০ সালে আগে দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভার সদস্য হন রাঘব।
২০২২ সালে দিল্লির বিধায়ক রাঘব চাড্ডাকে পাঞ্জাব রাজ্যসভার সদস্যপদের জন্য মনোনীত করা হয়। ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
